মুম্বই: নিউজ়িল্যান্ড সিরিজ় ও অস্ট্রেলিয়া সফর, পরপর দুই সিরিজ়ে চূড়ান্ত ব্যর্থতার পর ভারতীয় দল (Indian Cricket Team) নিয়ে না না প্রশ্নচিহ্ন উঠছে। অজ়িভূম থেকে ফেরার পর এক বৈঠকও আয়োজিত হয়। সেই বৈঠকে ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), নির্বাচকপ্রধান অজিত আগরকর ও বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন বলে খবর। সেই মিটিংয়ের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য না না বিধিনিষেধ আরোপ করা হবে বলে শোনা যাচ্ছিল। এবার সেই বিধিনিষেধগুলি সামনে এল।


রিপোর্ট অনুযায়ী এক দুই নয়, দশটি বিষয়ে নিষেধাজ্ঞা, নিয়ম নীতু চালু করেছে। সেই নতুন নিয়মাবলীগুলি বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি জাতীয় দলের খেলোয়াড়দের মেনে চলতে হবে। চুক্তিবদ্ধ তারকারা তা না মানলে আইপিএল, ঘরোয়া ক্রিকেট থেকে অপসরণ-সহ আরও না না শাস্তিও দেওয়া হবে। সেই নিয়মগুলি কেমন?



  • আলোচনায় যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি কথা বলা হয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে সাম্প্রতিক অতীতে খেলোয়াড়রা দলের নিয়ম নীতি না মানা। অনেক খেলোয়াড়ই সিরিজ়ে আলাদাভাবে সফর করতেন, ম্যাচে টিম বাসে না এসে আলাদা আসতেন, দলের অনুশীলন সেশনে তেমন সময়ও কাটাতেন না বাকিদের সঙ্গে। এইসব বিষয় থামাতে এরপর থেকে খেলোয়াড়দের আলাদাভাবে ম্যাচে যাওয়া বা ম্যাচ থেকে ফেরার জন্য কোচ বা দলের প্রধান নির্বাচকের অনুমতি নিতে হবে।

  • পাশাপাশি খেলোয়াড়রা অনুশীলনের গোটা সময়টা দলের সঙ্গে থাকতে হবে। দলের ম্য়াচ আগে শেষ হয়ে গেলেও, কোনও ক্রিকেটারই আগেভাগে ফিরতে পারবেন না।

  • ৪৫ দিন বা তার বেশিদিনের সফরে খেলোয়াড়দের পরিবার তাঁর সঙ্গে ১৪ দিনের বেশি থাকতে পারবেন না। একবারই পরিবার তাঁদের সঙ্গে দেখা করতে পারবেন এবং পরিবারের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত ওই ক্রিকেটারকেই করতে হবে। এরজন্য অধিনায়ক, কোচ এবং বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজারের অনুমতি নেওয়াও প্রয়োজন।

  • ক্রিকেটারদের ব্যক্তিগত শেফ, ম্যানেজার, সহকারী, নিরাপত্তারক্ষী, এইসবের সংখ্যাই নিয়ন্ত্রিত করতে হবে।

  • পাশাপাশি সফর বা সিরিজ় চলাকালীন ক্রিকেটারদের কোনও অ্যাড শ্যুট থেকেও বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

  • ঘরোয়া ক্রিকেটে খেলাটা বাধ্যতামূলক। তেমনটা না করলে জাতীয় দল থেকে বাদ পড়া, বার্ষিক চুক্তি থেকে বাদ যাওয়ার মতো কড়া শাস্তি তাঁরা পেতে পারেন। অভূতপূর্ব কিছু না ঘটলে, কোনও খেলোয়াড়দের এই বিষয়ে কোনওরকম ছাড়ই দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বোর্ড এবং সেক্ষেত্রেও নির্বাচকদের অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক।


এই নিয়মগুলি না মানলে কী হতে পারে, সেই বিষয়গুলিও বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের বেঁধে দেওয়া নিয়মগুলি না মানলে সেই ক্রিকেটারদের বিসিসিআইয়ের আয়োজিত সমস্ত ধরনের টুর্নামেন্টে খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এর মধ্যে কিন্তু আইপিএলও আছে। পাশাপাশি নিয়ম অমান্য করলে বার্ষিক চুক্তি, ম্যাচের বেতনও কাটা যাবে। এই গোটা বিষয়টা দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভারতীয় ক্রিকেটকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় যাতে, তা সুনিশ্চিত করবে বলেই আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড।   


আরও পড়ুন: রোহিত-কোহলিদের বর্তমান সাজঘরের সঙ্গে গ্রেগ চ্যাপেল জমানার মিল খুঁজে পাচ্ছেন হরভজন সিংহ