Bengal Ranji Team: রঞ্জি ট্রফিতে বাংলার কোচ কে? ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুর আগে বড় আপডেট
BCCI: ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হওয়ার আগে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র অন্দরে। সেই সঙ্গে অনেকেই কৌতূহলী, বাংলার সিনিয়র দলের কোচ কে হবেন তা নিয়েও।

কলকাতা: অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ১৯৮৯-৯০ সালের পর থেকে আর রঞ্জি ট্রফি (Ranji Trophy) আসেনি বাংলার ভাঁড়ারে। মাঝে বেশ কয়েকবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে। প্রায় ৩৫ বছরের খরা কি এবার কাটবে?
ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হওয়ার আগে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র অন্দরে। সেই সঙ্গে অনেকেই কৌতূহলী, বাংলার সিনিয়র দলের কোচ কে হবেন তা নিয়েও।
এবার এ নিয়ে বড় আপডেট দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, কার হাতে থাকবে রঞ্জি ট্রফির কোচিংয়ের দায়িত্ব।
গত কয়েক মরশুম ধরে বাংলার হেড কোচের দায়িত্ব সামলেছেন লক্ষ্মীরতন শুক্ল। রাজ্য ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের প্রশিক্ষণে রঞ্জি ফাইনালেও উঠেছে বাংলা। যদিও ফাইনালে হেরে যাওয়ায় স্বপ্নপূরণ হয়নি। তবে এবারও লক্ষ্মীরতনের প্রশিক্ষণেই রঞ্জি অভিযানে নামবে বাংলা ক্রিকেট দল। সিনিয়র দলের কোচ বদল হচ্ছে না বলেই জানিয়ে দিলেল সিএবি প্রেসিডেন্ট।
বুধবার সন্ধ্যায় সিএবিতে নিজের ঘরে বসে স্নেহাশিস বলেন, 'বাংলার সিনিয়র দলের কোচ থাকছেন লক্ষ্মীরতন শুক্লই।' রঞ্জি ট্রফির আগে প্রস্তুতি নিয়ে আগাম পরিকল্পনা সেরে ফেলতে কোনও বৈঠক করছেন? স্নেহাশিস বলেন, 'ইতিমধ্যেই বৈঠক হয়েছে বেশ কয়েকবার। আশা করছি এবার রঞ্জিতে আমরা ভাল ফল করব।' তবে সিনিয়র দলের কোচ হিসাবে লক্ষ্মীরতনেই ভরসা রাখা হলেও, অনূর্ধ্ব ২৩ দলের কোচ বদল হচ্ছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রাখলেন স্নেহাশিস। ময়দানে জোর জল্পনা, ঋদ্ধিমান সাহাকে অনূর্ধ্ব ২৩ দলের কোচ করা হতে পারে। যদিও স্নেহাশিস বলছেন, 'দেখা যাক না। চূড়ান্ত হয়নি কিছুই। হলে জানাব।'
আপাতত বেঙ্গল প্রো টি-২০ লিগে মুর্শিদাবাদ কিংস দলের কোচ লক্ষ্মীরতন। নিয়মমাফিক মে মাসে বাংলার কোচের পদে মেয়াদ শেষ হয়েছে তাঁর। বেঙ্গল প্রো টি-২০ শেষ হলেই সিএবি-র সঙ্গে লক্ষ্মীর চুক্তি নবীকরণ হবে বলেই খবর।
১৫ অক্টোবর শুরু হবে এবারের রঞ্জি ট্রফি। এলিট সি গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে গুজরাত, হরিয়ানা, সার্ভিসেস, রেলওয়েজ, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও অসম। অপেক্ষাকৃত সহজ গ্রুপে রয়েছে বাংলা। কারণ, বাংলার গ্রুপে মুম্বই, কর্নাটক কিংবা বিদর্ভ, তামিলনাড়ুর মতো শক্তিশালী কোনও দল নেই।
বেঙ্গল প্রো টি-২০ লিগ শেষ হওয়ার পরই রঞ্জি ট্রফির প্রস্তুতি শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।




















