Australia Cricketer Molested: মহিলা বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলীয় ক্রিকেটারের শ্লীলতাহানি, কী বলল ভারতীয় ক্রিকেট বোর্ড?
ICC: বৃহস্পতিবার সকালে দুই অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন । সেই সময়ে প্রথমে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাঁদের অনুসরণ করে এবং তারপর তাঁদেরকে ভুলভাবে স্পর্শও করে ।

ইনদওর: মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে এসে বিপত্তি । মধ্যপ্রদেশের ইনদওরে অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটারদের সঙ্গে অভবত্যা ও শ্লীলতাহানির ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) ।
ঘটনা হচ্ছে, বৃহস্পতিবার সকালে দুই অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন । সেই সময়ে প্রথমে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাঁদের অনুসরণ করে এবং তারপর তাঁদেরকে ভুলভাবে স্পর্শও করে । পুলিশ এই ঘটনায় আকিল নামক এক অভিযুক্তকে গ্রেফতার করেছে । বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এটিকে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলেছেন ।
কী বললেন বোর্ড সচিব?
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তাঁর আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, "এটি অত্যন্ত দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা । ভারত সবসময় উষ্ণতা, আতিথেয়তা এবং সকল অতিথিদের প্রতি শ্রদ্ধাবোধের জন্য পরিচিত । আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি । অভিযুক্তকে ধরার জন্য মধ্যপ্রদেশ পুলিশের করা পদক্ষেপের আমরা প্রশংসা করি ।"
দেবজিৎ সাইকিয়া আরও বলেন, "সবার জন্য সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে আইন তার কাজ করবে । আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করব, প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে, যাতে এমন ঘটনা আর না ঘটে ।"
Official statement of Mr Devajit Saikia, Honorary Secretary, BCCI condemning the incident towards the Australian cricketers in Indore
— BCCI (@BCCI) October 25, 2025
“This is a deeply regrettable and isolated incident. India has always been known for its warmth, hospitality, and care towards all guests. We…
ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি প্রকাশ করেছে
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতি প্রকাশ করে জানায়, "বোর্ড নিশ্চিত করছে যে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি অস্ট্রেলীয় ক্রিকেট দলের ২ জন মহিলা ক্রিকেটারের অনুসরণ করে এবং তাঁদের হেনস্থা করে । এই ঘটনা ইনদওরে ঘটেছিল যখন মহিলা ক্রিকেটাররা ক্যাফেতে যাচ্ছিলেন । দলের নিরাপত্তা বিভাগ ঘটনার বিষয়ে পুলিশকে জানিয়েছে ।"
শনিবার অস্ট্রেলীয় দল দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আগে বড় জয় পেয়েছে । এবার অস্ট্রেলিয়ার সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারতের । হরমনপ্রীত কৌরদের সঙ্গে ৩০ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া । এই সেমিফাইনাল ম্যাচটি নবি মুম্বইয়ে খেলা হবে ।




















