BCCI Supports Afghanistan: একঘরে পাকিস্তান! আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে কড়া বিবৃতি ভারতীয় বোর্ডের, ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ
Pakistan vs Afghanistan: আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে কড়া বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আফগান ক্রিকেটারদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হল।

মুম্বই: আকাশপথে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান (PAK vs AFG)। মৃত্যু হয়েছে আফগানিস্তানের তিন ক্রিকেটারের। জবাবে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে নাম তুলে নিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের হামলার কড়া নিন্দা করেছেন আফগান অধিনায়ক রশিদ খান।
এবার আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে কড়া বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আফগান ক্রিকেটারদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হল। পাশাপাশি তীব্র নিন্দা করা হল পাক হামলার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বিবৃতি দিয়ে বলেছেন, 'পাকতিকা প্রদেশে সীমানা পেরিয়ে কাপুরুষোচিত বিমানহানায় আফগানিস্তানের তিন তরুণ ক্রিকেটার - কবীর আঘা, সিবঘাতুল্লাহ ও হারুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ভারতীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ড, গোটা ক্রিকেট সমাজ এবং নিহতদের পরিবারের পাশে রয়েছে। এমন আকস্মিক আক্রমণের তীব্র নিন্দা করা হচ্ছে। নিরীহদের প্রাণহানি, বিশেষ করে প্রতিশ্রুতি সম্পন্ন ক্রিকেটারদের মৃত্যু গভীর চিন্তার বিষয়। ভারতীয় বোর্ড গভীরভাবে শোকাহত।'
সম্প্রতি ভয়ঙ্কর সীমান্ত-সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গত বুধবার তাতেই বেশকিছু মানুষ নিহত ও জখম হয়েছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সেনার একটি সীমান্ত আউটপোস্ট ভেঙে গুঁড়িয়ে দেয় আফগান তালিবান। এর পাশাপাশি তালিবান পোস্টকে টার্গেট করে পাকিস্তান সামরিক বাহিনীর ব্যবহার করা একটি ট্যাঙ্কও বাজেয়াপ্ত করে তারা। পাকিস্তানের চমন জেলা এবং দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের স্পিন বোলডাক জেলায় ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
আফগানিস্তান দাবি করেছে, তাদের বাহিনী রাতে সীমান্ত অপারেশনে পাকিস্তান সেনার ৫৮ জন জওয়ানকে মেরেছে। অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে যে, দুশোর বেশি আফগান জওয়ান প্রাণ হারিয়েছেন তাদের পাল্টা আক্রমণে। আর তাদের ২৩ জন নিহত হয়েছেন। আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এবং পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা স্পিন বোলডাকে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন বলে দাবি করেছে আফগান তালিবান।
পাকিস্তানের হামলার প্রতিবাদে পিসিবি আয়োজিত ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজে খেলার কথা ছিল আফগানিস্তানের। সিরিজে শ্রীলঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি জারি করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আকাশপথে পাকিস্তানের এই হামলাকে বর্বরোচিত বলেছেন তিনি। পাশাপাশি লেগস্পিনার জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তানের নাম প্রত্যাহার করে নেওয়াকে তিনি সমর্থন করেন।



















