কলকাতা: অধিনায়কোচিত ইনিংস সুদীপ কুমার ঘরামির (Sudip Kumar Gharami)। ৩৪ বলে করলেন অপরাজিত ৪৮ রান। বল হাতে নায়ক নীতিন বর্মা। ২১ রানে নিলেন ৩ উইকেট। বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20) বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তাঁদের দাপটেই সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে (Servotech Siliguri Strikers) ৭ উইকেটে হারাল মুর্শিদাবাদ কিংস (Murshidabad Kings)।


প্রথমে ব্যাট করে শিলিগুড়ি স্ট্রাইকার্স ১৯.১ ওভারে ১১৩ রানে অল আউট হয়ে যায়। জবাবে ১৭.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ মুর্শিদাবাদ কিংসের। শিলিগুড়ি স্ট্রাইকার্সের আকাশ দীপ ১৯ রানে ৩ উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি।


ম্যাচের শেষে ভারতীয় দলে খেলা পেসার জানিয়ে দেন, দল অন্তত ২৫ রান কম করেছে। দল হারলেও আকাশ দীপ তাঁর অলরাউণ্ড পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন। চলতি বেঙ্গল প্রো টি-২০ লিগে  বৃহস্পতিবার দুপুরে ইডেনে শিলিগুড়ি স্ট্রাইকার্স মুখোমুখি  হয়েছিল মুর্শিদাবাদ কিংসের। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মুর্শিদাবাদ কিংসের কাছে সাত উইকেটে পরাজিত শিলিগুড়ি স্ট্রাইকার্স।


একটা সময় শিলিগুড়ি স্ট্রাইকার্স ৫৫ রানে আট উইকেট হারিয়ে ধুঁকছিল। কিন্তু আকাশ দীপ ব্যাট হাতেও লড়াই চালান। ২০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের রানকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন তিনি। ম্যাচের পরে আকাশ দীপ বলেন, 'আমরা ২৫ রান কম করেছি। উইকেটটা ভাল ছিল এবং আমরা আরও কিছু রান করতে পারতাম। আমি শেষ পর্যন্ত থাকতে পারলে রানটা আরও বাড়ত। এই উইকেটে ১৩০ প্লাস রান করতে পারলে তা যথেষ্ট ভাল স্কোর।' যোগ করেছেন, 'আমি যখন ব্যাট করতে গিয়েছিলাম তখন লক্ষ্য ছিল শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকা। শেষ দু ওভারে কয়েকটি বড় শট নেওয়ার চেষ্টা করেছিলাম এবং তা কাজেও এসেছিল।'


শনিবার শিলিগুড়ি স্ট্রাইকার্সের পরের প্রতিপক্ষ রাঢ় টাইগার্স। পরবর্তী ম্যাচগুলোর লক্ষ্য নিয়ে আকাশ দীপ বলেছেন, 'আমরা একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। আমরা অবশ্যই  পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াব।'


শাহবাজের দাপটে জয় রাঢ় টাইগার্সের


বেঙ্গল প্রো টি-২০ লিগে পুরুষদের বিভাগে দিনের দ্বিতীয় ম্যাচে হারবার ডায়মন্ডসকে (Harbour Diamonds) ২৩ রানে হারাল রাঢ় টাইগার্স (Rarh Tigers)। রাঢ় টাইগার্সের হয়ে অরিন্দম ঘোষ ৫৪ রান করেন। শাহবাজ আমেদ ব্যাটে-বলে সফল। ৩০ রান করার পাশাপাশি ১৭ রানে ২ উইকেট নেন তিনি। পাশাপাশি ২টি করে উইকেট অর্ণব নন্দী ও সুমন দাসের।


প্রথমে ব্যাট করে শ্রাচী রাঢ় টাইগার্স ২০ ওভারে ১৪১/৭ স্কোর তোলে। হাফসেঞ্চুরি করেন অরিন্দম। ঝোড়ো ইনিংস শাহবাজের। হারবার ডায়মন্ডসের হয়ে মহম্মদ কাইফ ১৭ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে হারবার ডায়মন্ডস ১১৮/৭ স্কোরে আটকে যায়। সায়ন শেখর মণ্ডলের হাফসেঞ্চুরিও দলকে জেতাতে ব্যর্থ।


আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০-তে মমতার দাপটে জয়ী কলকাতা, পিয়ালি জেতালেন মালদাকে