বেঙ্গালুরু: শুরুটা ভালভাবেই হয়েছিল, ছিল সরাসরি জয়ের সুযোগও। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট করে পেয়েছে বাংলা। তিন ম্যাচে দখলে মাত্র পাঁচ পয়েন্ট। তালিকায় চতুর্থ স্থানে দল। অনুষ্টুপ মজুমদাররা যে রঞ্জি (Ranji Trophy )মরশুমের শুরুটা আশানুরূপ করতে পারেননি, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতে এলিট গ্রুপ 'সি'-র ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে (Bengal vs Karnataka) মাঠে নামছে বাংলা।
শক্তিশালী কর্ণাটক দলের রঞ্জিতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বেশ ভাল। রয়েছে টুর্নামেন্ট জয়ের কৃতিত্বও। মণীশ পাণ্ডেরা নিজেদের মাঠে যে একেবারেই সহজ প্রতিপক্ষ নয়, তা বলাই বাহুল্য। তবে পরিস্থিতি এমনই যে বাংলার জন্য সরাসরি জয় পাওয়াটা অত্যন্ত জরুরি। চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার থেকে সেই লক্ষ্যেই নিজেদের চতুর্থ রঞ্জি ম্যাচে মাঠে নামবে লক্ষ্মীরতন শুক্লর কোচিংয়ে খেলা বাংলা।
পরিবেশ বাংলাকে কোনওভাবেই সাহায্য করেনি। বিহার ও কেরলের বিরুদ্ধে ঘরের মাঠে খারাপ আবহাওয়া খেলায় বিঘ্ন ঘটিয়েছে। কল্যাণীতে যেখানে বিহারের বিরুদ্ধে মাঠে নামাই সম্ভব হয়নি, সেখানে যাদবপুরের সল্ট লেক ক্যাম্পাসের মাঠে কেরলের বিরুদ্ধে দুই দলের একটি করে গোটা ইনিংসও খেলা হয়নি। পরিণামে এক, এক দুই পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাকে। তাই কর্ণাটকের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচটা অনুষ্টুপদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই ম্যাচে নামার জন্য দলের সকলে বেশ আত্মবিশ্বাসী বলেই জানাচ্ছেন কোচ লক্ষ্মী। তিনি বলেন, 'আমরা দলগতভাবে কর্ণাটকের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে চাই। আশা করছি কাল থেকে শুরু হওয়া ম্যাচে বেশ ভাল ক্রিকেট দেখতে পাব।' তবে এই ম্যাচে কিন্তু দলের তারকা ত্রয়ী, অভিষেক পোড়েল, মুকেশ কুমার ও অভিমন্যু ঈশ্বরণকে পাবে না বাংলা। ভারতীয় 'এ' দলের হয়ে আপাতত তিনজনেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। অভিমন্যুর অনুপস্থিতি মেটাতে বাড়তি দায়িত্ব নিতে হবে ঋদ্ধিমান, সুদীপ চট্টোপাধ্যায়দের।
সুদীপ কিন্তু দুরন্ত ছন্দে আছেন। ইতিমধ্যেই একটা সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। অপরদিকে, ঋদ্ধিমান সদ্য়ই জানিয়েছেন এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে। তাই তিনিও বাড়তি উদ্যম নিয়েই মাঠে নামবেন। ঈশ্বরণের অনুপস্থিতিতে গত ম্যাচে সুযোগ পেয়ে অভিষেকে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুভম দে। তার দিকে নজর তো থাকবেই, নজর থাকবে আরও একজনের দিকে। ঋষভ বিবেক। বাংলা দলের হয়ে কর্ণাটকের বিরুদ্ধেই অভিষেক ঘটাতে পারেন ঋষভ। বাংলা নিজেদের মরশুমের প্রথম রঞ্জি জয় পায় কি না, সেটাই দেখার।
আরও পড়ুন: এক দলে পাশাপাশি খেলবেন বিরাট-বাবর? বাড়ছে সম্ভাবনা