হায়দরাবাদ: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বঢোদরার কাছে হেরে যাত্রাভঙ্গ হয়েছিল বাংলার। বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্টে সেই বঢোদরাকেই হারিয়ে মধুর প্রতিশোধ নিল বাংলা (Bengal vs Baroda)। 


নিজামের শহর হায়দরাবাদে বাংলার জয়ের নায়ক অনুষ্টুপ মজুমদার। রঞ্জিতে বাংলার নেতৃত্বের দায়িত্ব রয়েছে যাঁর কাঁধে। তবে চল্লিশ পেরিয়ে যাওয়া অনুষ্টুপ নিজেই টি-২০ ফর্ম্যাটে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলার ওয়ান ডে দলে অবশ্য তাঁকে রাখা হয়। অনুষ্টুপের অভিজ্ঞতা দলের সম্পদ হতে পারে বলেই মনে করেছিলেন নির্বাচকেরা। 


আরও পড়ুন: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার


শেষ পর্যন্ত সেই আস্থারই মর্যাদা দিলেন ময়দানে সকলের প্রিয় রুকু। বঢোদরার বিরুদ্ধে চাপের মুখে বুক চিতিয়ে লড়াই করে বাংলাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন অনুষ্টুপ। যদিও স্কোরবোর্ড দেখে আফশোস করছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। কারণ, সেখানে জ্বলজ্বল করছে অনুষ্টুপ মজুমদার নট আউট ৯৯ (১০৬ বল)। মাত্র এক রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন অনুষ্টুপ।


যেটা লেখা থাকবে না যে, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য সমৃদ্ধ বঢোদরার বোলিংকে ঠান্ডা মাথায় খুন করলেন অনুষ্টুপ। ১২টি চার ও এক ছক্কায় সাজানো তাঁর ইনিংস বাংলার জয়ের রাস্তা মসৃণ করে দিল।


অনুষ্টুপকে যোগ্য সঙ্গত করলেন সুমন্ত গুপ্ত। দু'বছর আগে ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বাংলার জার্সিতে যাঁর অভিষেক হয়েছিল। সেই ম্যাচে ইনিংস ওপেন করে তিনি করেছিলেন ১ ও ১। তারপরই তুমুল বিতর্ক। বাংলা ফাইনালে হারার পর দল থেকেও বাদ পড়েছিলেন সুমন্ত। বিজয় হাজারে ট্রফিতে তাঁকে ফেরানো হয়েছে। মিডল অর্ডারে ব্যাট করছেন। শনিবার ৮০ বলে ৬৯ রান করে অপরাজিত রইলেন।


অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১৫৮ রান যোগ করলেন অনুষ্টুপ ও সুমন্ত। প্রথমে ব্যাট করে বঢোদরা ৪৮.৫ ওভারে ২২৮ রানে অল আউট হয়ে যায়। শাশ্বত রাওয়াত সর্বোচ্চ ৯৫ রান করেন। রান পাননি হার্দিক (১) ও ক্রুণাল (৩)। বাংলার হয়ে সায়ন ঘোষ ও প্রদীপ্ত প্রামাণিক ৩টি করে উইকেট নেন।


রান তাড়া করতে নেমে ৪৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ বাংলার।


আরও পড়ুন: ধারার ব্যাটে ঝড়, রেলকে বেলাইন করে ফাইনালে বাংলার মেয়েরা, ট্রফির স্বপ্ন দেখা শুরু



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।