ইনদওর: বল হাতে ম্য়াচের দ্বিতীয় দিন ভেল্কি দেখিয়েছিলেন। ইনদওরের হোলকার স্টেডিয়ামে বাংলা বনাম মধ্য প্রদেশ ম্যাচের তৃতীয় দিন ব্যাটে কার্যকরী ভূমিকা নিলেন মহম্মদ শামি (Mohammad Shami)।
৩৬০ দিন পর ক্রিকেট মাঠে ফিরেছেন শামি। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন। তারপরই গোড়ালির চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। মাঝে কয়েকবার তাঁর মাঠে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে তারই মাঝে তাঁর হাঁটুতে নতুন করে ব্যথা হওয়ায় ফের পিছিয়ে গিয়েছিল শামির প্রত্যাবর্তন।
অবশেষে বাংলার (Bengal vs MP) জার্সিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। ফিরেছেন সেই ইনদওরে, যে মাঠে হ্যাটট্রিক ছিল তাঁর। ম্যাচের প্রথম দিন ১০ ওভার বল করে উইকেট পাননি। তবে দ্বিতীয় দিন ৪ উইকেট নিয়ে মধ্য প্রদেশের লোয়ার মিডল অর্ডারকে গুঁড়িয়ে দেন।
শুক্রবার তিনি ব্যাট হাতে দলকে ভরসা দিলেন। ৩৬ বলে তাঁর আগ্রাসী ৩৭ রানের ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা। শামির পাশাপাশি ব্যাটিং লোয়ার অর্ডারে রান করলেন ঋত্বিক চট্টোপাধ্যায় (৫২ রান) ও ঋদ্ধিমান সাহা (৪৪ রান)। দ্বিতীয় ইনিংসে বাংলা তুলল ২৭৬ রান। ম্যাচের দ্বিতীয় দিন বাংলার ইনিংস ১৭০/৫ স্কোরে আটকে ছিল। শুক্রবার শেষ ৫ উইকেটে আরও ১০৬ রান যোগ করে বাংলা। ঋত্বিক হাফসেঞ্চুরি পেলেও মাত্র ৬ রানের জন্য হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় ঋদ্ধিকে। ৮৮.৩ ওভারে ২৭৬ রানে শেষ হয় বাংলার দ্বিতীয় ইনিংস।
জয়ের জন্য ৩৩৮ রান দরকার, এই পরিস্থিতিতে শুরুটা সতর্কভাবে করেছিল মধ্য প্রদেশ। মধ্য প্রদেশের দুই ওপেনার - শুভ্রাংশু সেনাপতি (৫০ রান) ও হিমাংশু মন্ত্রী ৪৪ রান করেন। দুজনে মিলে ৮৪ রান যোগ করেন প্রথম উইকেটে।
এরপরই রোহিত কুমার ফেরান মন্ত্রীকে। শাহবাজ আমেদ ফেরান সেনাপতিকে। অনুভব আগরওয়ালকে ফেরান শামি। তৃতীয় দিনের শেষে ৪১ ওভারে মধ্য প্রদেশের স্কোর ১৫০/৩। ক্রিজে এখনও রয়েছেন রজত পাতিদার। এখনও ১৮৮ রান দরকার মধ্য প্রদেশের। শেষ দিন শেষ। হাসি হাসবে কে?
আরও পড়ুন: মোহনবাগান ক্লাবে ঢুকে 'অবৈধ' স্টল ভেঙে দিল সেনাবাহিনি, কী বলছেন কর্তারা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।