ক্যানবেরা: পারথে প্রথম টেস্ট জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar ) ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবার অ্যাডিলেডে সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই  নামবে টিম ইন্ডিয়া। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই টেস্ট দিন রাতের, খেলা হবে গোলাপি বলে। তরুণ ভারতীয় বোলিং লাইন আপের অনেকেই প্রথমবার গোলাপি বলে অজ়িভূমে বোলিং করছেন। এই বলে বোলিংয়ের অভিজ্ঞতাটা ঠিক কেমন? সেটাই ভাগ করে নিলেন আকাশদীপ (Akash Deep), প্রসিদ্ধ কৃষ্ণরা (Prasidh Krishna)।


বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে প্রসিদ্ধকে বলতে শোনা যায় যে এই গোলাপি বল, প্রথাগত লাল বলের থেকে আকারে বড়। তিনি বলেন, 'প্রথমবার গোলাপি বলটা হাতে নিয়েই মনে হয় এটা লাল বলের থেকে খানিকটা বড়। বলের সিমটাও খানিকটা ভিন্ন। কালো রঙ করা হয়েছে ওতে, সেটা জানি। এর ফলে বলটা আরও ভারি এবং বড় বলে মনে হয়। আর বল সিমে পড়লেও অনেক বেশি নড়চড় হয়। লাল বলের থেকে তাই এই বলটা একটু বেশি চকচকে থাকে এবং সিমও বেশি হয়। সেক্ষেত্রে আবার রিভার্স স্যুইংয়ের সম্ভাবনাটা শেষ হয়ে যায়। আমরাও এখনও এই বিষয়ে আরও শেখার চেষ্টা করছি। আপাতত দুই সেশনে এই বল দিয়ে অনুশীলন করেছি এবং ম্যাচ শুরুর আগে আরও অনুশীলন করব।'


আকাশদীপের মতে গোলাপি বল বেশি স্কিট আর বাউন্স করে। 'এই বলটা মাটিতে পড়ে খুব স্কিট খাচ্ছে যার ফলে ব্যাটারদের সমস্যাই হয়। আমার মনে হয় বলটা বাউন্সও বেশি করছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বলটা দীর্ঘক্ষণ নতুন থাকে। লাল বল তো পাঁচ-ছয় ওভার পর থেকেই খারাপ হতে শুরু করে।' জানান বাংলার তারকা ফাস্ট বোলার।


গোলাপি বলে ভারতীয় দলের রেকর্ডও দারুণ। চারটির মধ্যে তিনটি ম্যাচই জিতেছে। তবে যে একটি ম্যাচে পরাজিত হয় টিম ইন্ডিয়া, সেটি অজ়িভূমেই যেখানে ৩৬ রানে অল আউট হয় ভারতীয় দল। সেই দুঃস্বপ্ন পিছনে ফেলে ভারতীয় দল এবারে নতুন ইতিহাস গড়তে পারে কি না, সেটাই দেখার।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান তারকা ফাস্ট বোলার