মেলবোর্ন: একটা সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ৯১/৬। সেখান থেকেই চতুর্থ দিনের শেষে আম্পায়ার যখন খেলা বন্ধ করার নির্দেশ দিলেন তখন অস্ট্রেলিয়ার স্কোর ২২৮/৯। টপ ও মিডল অর্ডারে একজন মার্নাস লাবুশেন অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। কিন্তু লোয়ার অর্ডারে প্রথমে প্যাট কামিন্স ও পরে নাথান লিঁয় ও স্কট বোল্যান্ড মাথাব্যথা বাড়িয়ে দিলেন রোহিত শর্মা ও তাঁর দলের বোলারদের। হাতে এখনই এক উইকেট রয়েছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ৩৩৩ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে খেলা কোনদিকে গড়াবে সেটাই দেখার। 


এদিন সকালে প্রথম ৩৬৯ রানে অল আউট হয়ে যায় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি খাওয়াজা ও কনসটাস। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও কনসটাসকে ফিরিয়ে দিলেন বুমরা। ৮ রানে ফিরলেন তরুণ অজি ওপেনার। খাওয়াজা ৬৫ বলে ৩১ রান করে সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর থেকে বুমরা ম্য়াজিক শুরু হয়েছিল। ট্রাভিস হেড (১) ও অ্যালেক্স ক্যারি (২) দুজনকেই ফিরিয়ে দেন বুমরা। মিচেল মার্শ তো খাতাই খুলতে পারেননি। তবে উল্টোদিকে একমাত্র লাবুশেনকে আউট করা সম্ভব হচ্ছিল না। স্টিভ স্মিথকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। একটা সময় ৯১/৬ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার স্কোর। সেখান থেকে লাবুশেন ও কামিন্স মিলে দলের হাল ধরেন। ৫৭ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। লাবুশেন আরও একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরানের ইনিংস খেললেন সিরিজে। তবে ৭০ রানের মাথায় সিরাজের বলে আউট হন লাবুশেন। এরপর কামিন্স ও লিঁয় মিলে দলের হাল ধরেন। টেল এন্ডারদের উইকেট তুলে নিতে এর আগেও বারবার হোঁচট খেতে হয়েছে ভারতীয় বোলিং লাইন আপকে। এদিনও তার ব্যতিক্রম হল না। বিশেষ করে লিঁয় ও বোল্যান্ড জুটিকে আর শেষ পর্যন্ত ফেরাতেই পারলেন না বুমরা-আকাশ-সিরাজ পেস ত্রয়ী। ৫৫ রানের পার্টনারশিপ গড়াই শুধু না। ভারতীয় বোলিং লাইন আপের সামনে প্রায় ২ ঘণ্টা ক্রিজে কাটিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটি। পঞ্চম দিনেও তাঁদের দ্রুত ফেরাতে না পারলে ভারতের কপাল আরও পুড়বে।


এদিকে এদিন তিনটি ক্য়াচ মিস করলেন যশস্বী জয়সওয়াল। দিনের শেষ মুহূর্তে কে এল রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন লিঁয়। কিন্তু বুমরার সেই বলটি নো বল হয়ে যায়।