সাবাইনা পার্ক: টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোমবার তৃতীয় টেস্টে দুশোর ওপর রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে অল আউট হয়ে গিয়েছে ক্যারিবিয়ান শিবির। এই ফর্ম্য়াটে এটি দ্বিতীয় সর্বনিম্ন রান এটি। এবার ক্যারিবিয়ান ক্রিকেটের হাল ফেরাতে কিংবদন্তি ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, ক্লাইভ লয়েডদের ডাক পড়ল। জরুরি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ডেসমন্ড হেইনস, শিবনারায়ণ চন্দ্রপল, ইয়ান ব্র‌্যাডশকেও।

তৃতীয় টেস্টের পর ক্যারিবিয়ান ক্রিকেটের সভাপতি কিশোর শ্যালো এক বিবৃতিতে জানিয়েছেন, ''ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই ফল ভীষণ কষ্ট হচ্ছে। বিশ্ববাসী আমাদের দেশের ক্রিকেট নিয়ে গর্ব অনুভব করত। কিন্তু এই বেহাল দশা আমাদের সবার ঘুম কেড়ে নিয়েছে। ক্রিকেটাররাও সবাই বিপর্যস্ত। প্রত্যেকের দায় রয়েছে এই খারাপ পারফরম্য়ান্সের জন্য।''

দলের প্লেয়ারদের মনোবল ফেরাতে ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বার্থে ক্য়ারিবিয়ান ক্রিকেটের তিন প্রজন্মের সেরা প্লেয়ারদের ডাকা হয়েছে। সেই বৈঠক প্রসঙ্গে কিশোর বলেন, ''সাবাইনা পার্কে হারের পরই আমরা এক বৈঠক ডেকেছি। আমাদের সেরা তিন ব‌্যাটসম‌্যান ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস এবং ব্রায়ান লারাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও থাকবেন হেইন্স, চন্দ্রপল ও ব্র‌্যাডশ। নতুন প্রজন্ম তৈরি করতে আমরা এই ক্রিকেটারদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চাই। তাঁদের পরামর্শ মেনেই ভবিষ‌্যতের পরিকল্পনা তৈরি করা হবে।''

এদিকে, ভারতের লর্ডস টেস্টে হারের পর হতাশ সৌরভ গঙ্গোপধ্য়ায়। জয়ের সুবর্ণ সুযোগ শুভমন গিল ও তাঁর দল হাতছাড়া করেছে বলে মনে করেন মহারাজ।  সম্প্রতি এক সাক্ষাৎকারে লর্ডসে হারের প্রসঙ্গে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, ''এটা সত্যিই আমাদের জন্য বিশাল হতাশার। যেভাবে গোটা ম্য়াচে ভারতীয় দল ব্যাটিং করেছে, তাতে ১৯০+ রান তাড়া করে ম্য়াচটা জেতা উচিৎ ছিল তাঁদের। জাডেজা যেভাবে ব্যাটিং করছে, তার থেকেই বোঝা যাচ্ছে যে ভারতীয় দলের ব্যাটিং গভীরতা কতটা। আমার মনে হয় তাঁরা সবাই আমার থেকেও বেশি হতাশ হবে। সেক্ষেত্রে সিরিজ ২-১ করার সুযোগ ছিল সহজেই।'' 

বশিরের বল যেভাবে ডিফেন্স করতে গিয়ে বোল্ড আউট হলেন মহম্মদ সিরাজ। তাতে অবশ্য অবাক হচ্ছে না সৌরভ। তিনি বলছেন, ''আমি ওই আউটে অবাক হইনি একটুও। ক্রিকেটে এমনটা অনেকবার হয়। ব্যাটে বল লাগার পর স্টাম্প ভেঙে দেওয়া এমনটা আগেও হয়েছে। এটাই প্রথম নয়, এটাই শেষও নয়। আগামীতেও এমনটা দেখা যাবে। ভারতীয় দলের শুধু দুটো শক্তিশালী পার্টনারশিপ প্রয়োজন ছিল। কিন্তু সেখানেই পারেনি ভারতীয় ব্য়াটিং লাইন আপ।''