দুবাই: রবিবার মহারণ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। যে দুই দল ২৫ বছর আগে, ২০০০ সালেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিল। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি জিতেছিল নিউজ়িল্যান্ড।
টানা সাত ওয়ান ডে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেছে ভারত। তবে আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড মনে রাখতে চাইবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
কেন? আইসিসি ইভেন্টের নক আউট পর্বে ৪ বারের সাক্ষাতে তিনবারই ভারতকে হারিয়েছে নিউজ়িল্যান্ড। ১ বার মাত্র জিতেছে ভারত। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দেশ ইতিমধ্যেইউ একবার মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৪০ রানে হারিয়েছিল ভারত। বরুণ চক্রবর্তীর ৫ উইকেট নাড়িয়ে দিয়েছিল কিউয়ি ইনিংস।
রবিবার কী হবে? দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক আইসিসি টুর্নামেন্টে দুই দেশের মুখোমুখি দ্বৈরথের ইতিহাস।
আইসিসি নক আউট ট্রফি ফাইনাল (চ্যাম্পিয়ন্স ট্রফি) ২০০০ সাল: ভারত ও নিউজ়িল্যান্ড সেই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি সেই ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম কোনও আইসিসি ট্রফি জেতে নিউজ়িল্যান্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শতরান ম্লান করে দিয়ে সেঞ্চুরি করেন ক্রিস কেয়ার্নস। ৪ উইকেটে জেতে ব্ল্যাক ক্যাপস।
২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল: দু'দিন ধরে চলেছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। ভারতের স্বপ্ন ধ্বংস করে দেয় নিউজ়িল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ২৩৯ রানের পুঁজি নিয়ে ভারতকে ১৮ রানে হারায় নিউজ়িল্যান্ড। ম্যাথু হেনরি ও ট্রেন্ট বোল্টের নেতৃত্বে। ভারতের টপ অর্ডার ব্যাটিং দাঁড়াতে পারেনি। রবীন্দ্র জাডেজা (৭৭ রান) ও মহেন্দ্র সিংহ ধোনি (৫০ রান) লড়াই করলেও শেষরক্ষা হয়নি।
২০২১ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: ফের ভারতকে হারায় নিউজ়িল্যান্ড। সাদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতীয় শিবিরে আঁধার নামান কিউয়িরা। কেন উইলিয়ামসন ও রস টেলরের লড়াকু ইনিংসে ভর করে ৮ উইকেটে ম্যাচ জেতে নিউজ়িল্যান্ড।
২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল: আইসিসি ইভেন্টের নক আউট পর্বে প্রথমবার নিউজ়িল্যান্ডকে হারায় ভারত। মহম্মদ শামির ৫ উইকেট ভারতের জয়ের পথ তৈরি করে দেয়। মুম্বইয়ে ৭০ রানে ম্যাচ জেতে ভারত।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে বল করছেন বলিউডের অভিনেতা! পিঠ চাপড়ে দিলেন বিস্ময় স্পিনার
ভারত জিতলে যে শুধু তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলবে তাই নয়, ২৫ বছরের অভিশাপ থেকেও মুক্তি মিলবে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের নিরিখে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যাবে ভারত।
আরও পড়ুন: দাম বাড়লেও ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিট প্রায় শেষ, কত টাকায় পাওয়া যাচ্ছে?