Dhawan On Rohit: রোহিতের সঙ্গে দলের ক্রিকেটারদের কেমন সম্পর্ক? বড় তথ্য দিলেন শিখর ধবন
Champions Trophy 2025: শিখর ধবন জানিয়েছেন, অধিনায়ক হিসাবে রোহিত এখন অনেক বেশি পরিণত। চাপের মুখে কী করতে হয়, জানেন রোহিত।

দুবাই: আইসিসি টুর্নামেন্টে তিনি বরাবর ভাল খেলেছেন। ভারত শেষ যেবার চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতেছিল, ২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির সেই চ্যাম্পিয়ন দলেরও অন্যতম সেরা পারফর্মার ছিলেন শিখর ধবন। এক সময়কার ওপেনিং পার্টনারকে প্রশংসায় ভরালেন তিনি।
কে সেই প্রাক্তন ওপেনিং পার্টনার? রোহিত শর্মা। যিনি এখন টিম ইন্ডিয়ার সেনাপতি। শিখর ধবন জানিয়েছেন, অধিনায়ক হিসাবে রোহিত এখন অনেক বেশি পরিণত। চাপের মুখে কী করতে হয়, জানেন রোহিত। কখন আলগা দিতে হয়, আর কখন রাশ নিজের হাতে তুলে নিতে হয়, জানেন হিটম্যান।
চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকারী চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠানে ধবন ক্যাপ্টেন রোহিতকে নিয়ে নিজের মত জানিয়েছেন। 'শিখর ধবন এক্সপিরিয়েন্স' নামক সিরিজে রোহিতের সঙ্গে সতীর্থদের সম্পর্কের কথাও জানিয়েছেন শিখর।
স্টার স্পোর্টস ও জিওহটস্টারে অনুষ্ঠানে ধবন বলেছেন, '২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত - ১২ বছরের অভিজ্ঞতা মানে বিরাচ ব্যাপার। অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে রোহিত। চাপের পরিস্থিতিতে কী করতে হয় ও জানে। কীভাবে দলকে এক সুতোয় গাঁথতে হয়, সেটাও জানে। অধিনায়ক হিসাবে ও অনেক বেশি পরিণত হয়। ও জানে কখন ঢিলে দিতে হয় আর কখন রাশ টেনে নিতে হয়। দারুণ ভারসাম্য রয়েছে। ছেলেদের সঙ্গে রোহিতের সম্পর্কও অসাধারণ। আমরা দল হিসাবে দারুণ জায়গায় রয়েছি।'
দীর্ঘ ৯ বছর রোহিত ছিলেন তাঁর ওপেনিং পার্টনার। ক্রিজে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই যে জুটির পথ চলা শুরু হয়েছিল। ধবন জানিয়েছেন, কীভাবে সেই সময়কার অধিনায়ক ধোনি রোহিতকে ওপেনার হিসাবে খেলানোর পরিকল্পনা করেছিলেন।
আরও পড়ুন: ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?
ধবনের কথায়, 'ম্যাচের আধদিন আগে ওপেনিং জুটি হিসাবে আমাদের খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় আমিও নতুন। আমি নিজের জগতে ছিলাম। আমি দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছিলাম। ভাল খেলার জন্য মুখিয়ে ছিলাম। তবে এম এস ধোনি সিদ্ধান্ত নেয় যে, রোহিতকে দিয়ে ওপেন করাবে। এটা নিয়ে বেশি ভাবিনি আমি। আমার মনে হয়েছিল রোহিত ওপেন করলে দুজনে একসঙ্গে ব্যাটিং উপভোগ করব।'
ধবন যোগ করেছেন, 'প্রথম ম্যাচেই আমাদের শুরুটা দারুণ হয়েছিল, বিনা উইকেটে ১০০ রান যোগ করেছিলাম। ১০ ওভারের মধ্যে ৩০-৩৫ রানের বেশি হচ্ছিল না কারণ বল সিম করছিল। তবে আমি ভাবিনি আমাদের জুটি এত সফল হবে যে, পরের ১০ বছর একসঙ্গে ইনিংস ওপেন করব।'
আরও পড়ুন: শীর্ষে শুভমনই, প্রোমোশন কোহলির, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে বিরাট প্রাপ্তি ভারতের




















