Champions Trophy: পাক-বধের পরই ভারতের ড্রেসিংরুমে হাজির তারকা অতিথি, দেখে হতবাক কোহলিরা
India vs Pakistan: ঠিক ১২ বছর আগে, ২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) মুকুট জিতেছিল ভারত। সেই দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি।

দুবাই: ঠিক ১২ বছর আগে, ২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) মুকুট জিতেছিল ভারত। সেই দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রচারদূত হিসাবে কাজ করছেন সেই শিখর ধবন (Shikhar Dhawan)। রবিবার দুবাইয়ে ভারতের পাক-বধের (India vs Pakistan) পর ভারতীয় ড্রেসিংরুমে হাজির হয়ে গেলেন। সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দিলেন।
ম্যাচের আগে মাঠে নেমে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন শিখর ধবন। ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপের আমন্ত্রণে ম্যাচের শেষে 'গব্বর' হাজির হয়ে যান ভারতের ড্রেসিংরুমে। ধবনকে দেখেই হাসিতে ফেটে পড়েন কোহলি। আলিঙ্গন করেন। দুজনে একসঙ্গে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। রুমমেট ছিলেন দীর্ঘদিন।
ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার ঘোষণা করার আগে দিলীপ বলেন, 'পাকিস্তান ম্যআচে যেভাবে আমরা ফিল্ডিং করেছি তা অসাধারণ। কে এল রাহুলের থেকে শুনলাম, বেশির ভাগ ফিল্ডারই নিখুঁত থ্রো করেছে স্টাম্প লক্ষ্য করে। ভাল ফিল্ডিং হল ফর্মুলা ওয়ানের পিট ক্রু-দের মতো। কারণ কোনও সংশয় না রেখে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুটো রান আউটই তার প্রমাণ।'
আরও পড়ুন: সেঞ্চুরির পরই বিশেষ উপহার পেলেন কোহলি, মাঠে না থেকেও মন জিতলেন কে?
এরপরই সেরা ফিল্ডারের পদকের দাবিদার হিসাবে তিন ক্রিকেটারের নাম বলেন দিলীপ। শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল। তারপর টি দিলীপ বলেন, 'একজন বিশেষ খেলোয়াড় আমাদের সামনে এসে বিজয়ীর নাম ঘোষণা করবেন।' কোহলিরা তখন একে অপরকে জিজ্ঞাসা করছেন, 'কে আসছে ভাই?' সবাইকে অবাক করে দিয়ে ড্রেসিংরুমে আসেন শিখর ধবন। দু'হাত তুলে ঘরে ঢুকে আসার সময় তাঁর চালচলন দেখে হাসিতে ফেটে পড়েন কোহলিরা। রবীন্দ্র জাডেজা ধবনের আদলে ঊরু ঠুকে সেলিব্রেট করেন।
𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗙𝗶𝗲𝗹𝗱𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗠𝗮𝘁𝗰𝗵 | #PAKvIND
— BCCI (@BCCI) February 24, 2025
A man with a golden bat and a golden heart 🤗
When ‘Mr. ICC’ turned up in #TeamIndia’s dressing room to present the fielding medal 😎
WATCH 🎥🔽 #ChampionsTrophyhttps://t.co/k2kXs5CSRG
এরপরই ধবন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন। সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দেন অক্ষর পটেলের হাতে। বিজয়ীকে পদক পরিয়ে দেন ধবন।
আরও পড়ুন: ৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার




















