দুবাই: মাঝে অনেক টালবাহানায় কেটেছে সময়। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মেনে হাইব্রিড মডেলে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। যেখানে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। বাকি ম্যাচ হবে পাকিস্তানে। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। আর ঠিক সেই সময়ই আইসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার পদ থেকে সরে দাঁড়ালেন জেফ অ্যালার্ডাইস।
নেপথ্যে কি পাকিস্তানের অব্যবস্থা? সেরমকই তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে, টুর্নামেন্টের মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও স্টেডিয়ামের কাজ এখনও সম্পূর্ণ করতে পারেনি পাক ক্রিকেট বোর্ড। সেই জন্যই হয়তো পদত্যাগ করতে বাধ্য হলেন আইসিসির সিইও অ্যালার্ডাইস।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। পাকিস্তানের মাটিতে হবে বাকি দলগুলির ম্যাচ। তবে পাক ভূখণ্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, পাকিস্তানে স্টেডিয়ামের কাজ এখনও অনেকটাই বাকি বলে খবর। এত বড় প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত পরিকাঠামো পাকিস্তানের আছে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন।
আরও পড়ুন: সৌরভের এই কীর্তি বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই, রেকর্ড ভেঙে দেবেন হার্দিক?
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও প্রচুর সমস্যা ছিল । সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপে তহবিলের হিসেব নিয়েও প্রশ্ন রয়েছে । যা নিয়ে চাপেই ছিলেন অ্যালার্ডাইস । এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে গোলমাল। জানা গিয়েছে, রাওয়ালপিন্ডি ও করাচির স্টেডিয়ামের দুরাবস্থা নিয়ে আইসিসিকে কিছু জানাননি অ্যালার্ডাইস । সেই কারণেই তিনি পদত্যাগ করলেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে ।
আইসিসি সূত্রে খবর, টি-২০ বিশ্বকাপের হিসেব নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বেও ছিলেন সরে দাঁড়ানো সিইও। অথচ পাকিস্তানে এখনও স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয়নি। আইসিসির বোর্ড এই নিয়ে একেবারেই খুশি নয় বলেই খবর। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পরই গোটা বিষয়টি আরও প্রকাশ্যে চলে আসে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। যে কারণে সরতে কার্যত বাধ্য হলেন অ্যালার্ডাইস।