নয়াদিল্লি: বাবা ছিলেন কিংবদন্তি ব্যাটার। ব্যাট হাতে তাঁর নাম শুনলেই কত বোলারেরই না রাতের ঘুম উড়ে যেত। ছেলেও সেই পথেই এগোচ্ছেন। মেঘালয়ের বিরুদ্ধে কোচবিহার (Cooch Behar Trophy) ট্রফিতে সেঞ্চুরি হাঁকাল আর্যবীর সহবাগ (Aaryavir Sehwag)। কোনো বিসিসিআই আয়োজিত ম্যাচে এটাই বীরেন্দ্র সহবাগের পুত্রের প্রথম শতরান। অপরদিকে, আকাশ গিরির ( Akshaz Giri) সুবাদে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বাংলার অনূর্ধ্ব ১৯ দলও বেশ ভাল জায়গায় রয়েছে।
সহবাগ-পুত্র শিলংয়ের মাটিতে আজ যে শুধু সেঞ্চুরি হাঁকাল তাই নয়, একেবারে ডাবল সেঞ্চুরি এল তার ব্যাট থেকে। ১৭ বছর বয়সি তরুণ ক্রিকেটারের ২২৯ বলে ২০০ রানের ইনিংস সাজানো ছিল ৩৪টি চার ও দুইটি ছক্কায়। সে কিন্তু অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। অপরদিকে, ইডেন গার্ডেন্সে বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচের দ্বিতীয় দিনও সাক্ষী থাকল এক অনবদ্য ইনিংসের। মাত্র ২১২ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংসটি খেলেন আকাশ।
বাংলার ঝাঁঝালো বোলিংয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় সৌরাষ্ট্রের প্রথম ইনিংস। জবাবে আকাশের সেঞ্চুরিতে ভর করে বাংলা প্রথম ইনিংসে বিরাট লিড নিতে সক্ষম হয়। ৪২৮ রান তোলে বাংলার ছোটরা। আকাশ বাদেও ৭৪ রানের ইনিংসে নজর কাড়েন অঙ্কিত চট্টোপাধ্যায়। বিশাল ভাটির ব্যাট থেকেও আসে নজরকাড়া ৬৫ রানের ইনিংস। এছাড়া দেবাংশু পাখিরা ৪১ ও অগ্নিশ্বর দত্ত ৩৪ রানের ইনিংস খেলেন। সৌরাষ্ট্রের হয়ে চার উইকেট নিয়ে মোহিত উলভা দলের একমাত্র তারকা যিনি নজর কাড়েন।
সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও কিন্তু বেশ চাপেই। দিনশেষে তিন উইকেটের বিনিময়ে সৌরাষ্ট্রের স্কোর ৬৭ রান। এখনও অবধি তাঁরা ২৬৭ রানে পিছিয়েই রয়েছে। বাংলার হয়ে যুদ্ধজিৎ গুহ দুই এবং দেবাংশু একটি উইকেট নেন। ম্যাচের প্রথম ইনিংসেও কিন্তু যুদ্ধজিৎই বল হাতে আগুন ঝরিয়েছিলেন। কয়েকদিন আগেই ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে হাতে চোট পেয়েছেন। সেই চোট উপেক্ষা করেই ইডেনে বল হাতে ম্যাচে মাত্র ৫৭ রানে নিলেন ৬ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও কিন্তু শুরুটা ভালই করেছেন তরুণ তুর্কি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অধিনায়ক বুমরাই, তবে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টেই ভারতীয় দলে যোগ দিচ্ছেন রোহিত!