Ashes 2025: চোটের জন্য কামিন্স ছিটকে গেলে অ্য়াশেজে কে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন?
Pat Cummins: প্যাট কামিন্স না থাকায় অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন জ্যাভিয়ের বার্টলেট। একাদশেও হয়ত জ্যাভিয়ের বার্টলেটই সুযোগ পাবেন। বাঁহাতি মিচেল স্টার্ক রয়েছে দলে।

মেলবোর্ন: চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এবার অ্য়াশেজেও অনিশ্চিত প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে সিরিজের পরই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্য়াশেজে খেলতে নামবে, তার আগে কামিন্সের চোট কিছুটা চিন্তা বাড়িয়েছে অজি শিবিরের। কিন্তু যদি সত্যিই কামিন্স ছিটকে যান, তাহলে অ্যাশেজে কে নেতৃত্ব দেবেন অজি শিবিরকে?
পিঠের ব্যথা এখনও সারেনি কামিন্সের। অ্য়াশেজে যদি ডানহাতি পেসার ছিটকে যান, তাহলে অজি শিবিরের নেতৃত্ব দিতে দেখা যাবে স্টিভ স্মিথকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। আগামী ২১ নভেম্বর থেকে পারথে শুরু হতে চলেছে অ্য়াশেজের প্রথম টেস্ট। বেইলি বলছেন, ''যদি কামিন্সকে পাওয়া না যায় অ্য়াশেজের জন্য, তবে স্মিথ প্রথম টেস্টে নেতৃত্বভার সামলাবেন। এর আগেও এমনটা হয়েছে। দল সাফল্যও পেয়েছে স্মিথের নেতৃত্বে। ফের একবার স্মিথকে অধিনায়ক হিসেবে দেখা যাবে।''
উল্লেখ্য, স্মিথ নিউ ইয়র্ক থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছেন সম্প্রতি। সেখানেই ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেডকোয়ার্টার্সের নেটে অনুশীলন করতে দেখা যাবে ডানহাতি ব্যাটারকে। শেফিল্ড শিল্ডে আগামী দুটো ম্য়াচে ব্রিসবেনে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন স্মিথ।
প্যাট কামিন্স না থাকায় অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন জ্যাভিয়ের বার্টলেট। একাদশেও হয়ত জ্যাভিয়ের বার্টলেটই সুযোগ পাবেন। বাঁহাতি মিচেল স্টার্ক রয়েছে দলে। বেন ডরসহুইসের বদলে জ্যাভিয়ের বার্টলেটকে সুযোগ দেওয়া হতে পারে। ২০২৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বলছেন, ''গত সাত-আট বছর ধরে অ্য়াশেজে আমি টানা খেলেছি। গ্রীষ্মের মরশুমটা টানা খেলেছি আমি। কিন্তু জশ হ্যাজেলউড অনেক আনলাকি ছিল। বেশ কিছু সময় চোটের জন্য ও খেলতে পারেনি। এবার ওর সামনে বড় সুযোগ। পুরো সিরিজে খেলতে পারবে। আমিও অ্য়াশেজে খেলার জন্য মুখিয়ে ছিলাম। এমনকী ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলার ইচ্ছে ছিল। কিন্তু কিছু করার নেই। যদি ভারতের বিরুদ্ধে খেলতে পারলে খুব ভাল হত।''
প্যাট কামিন্স এখনও পর্যন্ত ভারতে বিরুদ্ধে ২১টি ওয়ান ডে ম্য়াচে খেলে ২৮ উইকেট নিয়েছেন। একবার ইনিংসে পাঁচ উইকেট ও একবার ইনিংসে চার উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার ভারতীয় ক্রিকেট দল আগামী ১৯ অক্টোবর থেকে সিরিজ খেলতে নামবে। প্রথমে তিন ম্য়াচের ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া।




















