সিডনি: টেস্ট সিরিজে মাথায় আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন। তবে এবার ওয়ান ডে সিরিজের জন্য ভারত সফরে আসছেন ডেভিড ওয়ার্নার। এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অজি স্কোয়াডে ভাবনায় রয়েছেন বাঁহাতি অজি ওপেনার। আগামী জুনে ভারতের বিরুদ্ধেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, টেস্ট সিরিজে তিন ইনিংসে মাত্র ২৬ রান করেছিলেন ওয়ার্নার। 


অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এক সাক্ষাৎকারে জানিয়েছেন আগামী শুক্রবার অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন ওয়ার্নার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্যও যে ওয়ার্নার জাতীয় দলের ভাবনায় আছেন, তাও জানিয়েছেন ম্যাকডোনাল্ড। অজি কোচ আরও বলেন, ''ওয়ার্নার চোট সারিয়ে ভারত সফরে আসছে। ওয়ান ডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে রয়েছেন ওঁ। আমরা সবসময় আমাদের সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কথা বলি। ডেভিড তাঁদের মধ্যে অন্যতম।''


উল্লেখ্য, ১০৩ টেস্টে ৮১৫৮ রান করেছেন ওয়ার্নার। গড় ৪৫.৫৭। অন্যদিকে ওয়ান ডে ফর্ম্যাটে ৩৬ বছরের এই অভিজ্ঞ তারকা ওপেনার ১৪১ ম্যাচে মোট ৬০০৭ রান করেছন ৪৫.১৬ গড়ে। 


ওয়ান ডে সিরিজেও নেতৃত্বে স্মিথ


গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান অধিনায়ক (Australia Captain) প্যাট কামিন্সের (Pat Cummins) মা পরলোক গমন করেন। সেই কারণেই আমদাবাদে চতুর্থ টেস্টের জন্য ভারতে না ফিরে দেশেই ছিলেন কামিন্স। আশা করা হচ্ছিল কামিন্স হয়তো ১৭ তারিখ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের জন্য দলে ফিরবেন। তবে তেমনটা হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল যে কামিন্স ওয়ান ডে সিরিজেও খেলবেন না।


অস্ট্রেলিয়ার তরফে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, 'প্যাট ফিরছে না। ও এই অবস্থায় এখনও দেশেই নিজের পরিবারকে সামাল দিচ্ছে। আমরা সকলেই এই দুঃখের দিনে প্যাট ও তাঁর পরিবারের পাশে রয়েছি।' কামিন্স দ্বিতীয় টেস্ট খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে তৃতীয় ও চতুর্থ টেস্টে স্টিভ স্মিথ (Steve Smith) অজি দলের অধিনায়কত্ব করেন। তিনিই ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।


পিচ নিয়ে স্মিথ


ইনদওরে টেস্ট সিরিজে সিরিজে ফিরে এসেছিল তাঁর দল। আমদাবাদ টেস্টেও দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটিং বেশ ভাল পারফর্ম করেছিল। কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ২ দলকে। সিরিজের প্রথম ২ টেস্ট জিতে যাওয়ায় সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। আমদাবাদ টেস্টের পর এবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন স্টিভ স্মিথ।