জোহানেসবার্গ: বেবি এবি নামে বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যে পরিচিতি তৈরি হয়ে গিয়েছে তাঁর। এবি ডিভিলিয়ার্সের মত  টি-টোয়েন্টি ফর্ম্যাটে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হলেন দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। ক্রিকেট সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্সে টাইটানসের হয়ে খেলতে নেমেছিলেন ব্রেভিস। এই দলের হয়েই ৫৭ বলে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। নিজের ইনিংসে ব্রেভিস ১৩টি বাউন্ডারি ও ১৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।


আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও জিম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে তৃতীয় স্থানে একত্রে রয়েছেন ব্রেভিস। এমনকী তাঁর ১৬২ রানের ইনিংসটি এখন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও সর্বোচ্চ রান। 


ব্রেভিসের ইনিংস দেখে উচ্ছ্বসিত এবি ডিভিলিয়ার্সও। নিজের ট্যুইটারে এবিডি লিখেছেন, ''ডেওয়াল্ড ব্রেভিস। কিছু আলাদা করে বলার নেই।''


 






দক্ষিণ আফ্রিকার যুব দল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেরকোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে খেতাবের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। তবে ডেওয়াল্ড ব্রেভিস চারটি ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন সকলকে। এবি ডি'ভিলিয়ার্সকে আদর্শ করে এগিয়ে চলা ব্রেভিস ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে বেবি এবি নামে পরিচিত হয়ে উঠেছেন।


ঠিক এভাবেই জুনিয়র পর্যায়ে ক্রিকেট খেলার সময় থেকেই ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত হয়েছিলেন বিরাট কোহলি। এবার যুব বিশ্বকাপের আসরে নজর কাড়া ডেওয়াল্ড ব্রেভিসকে কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে দেখার প্রবল ইচ্ছা প্রকাশ নেটিজেনদের।


কোহলি ও ডি'ভিলিয়ার্স দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সিতে একসঙ্গে আইপিএল খেলেছেন। ডি'ভিলিয়ার্সের পদাঙ্ক অনুসরণ করেন যিনি, তাঁর প্রিয় আইপিএল দল যে আরসিবিই হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিশ্বকাপে ঝড় তোলার পর ডেওয়াল্ড ব্রেভিসের পুরনো একটি ছবি হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়, যেখানে তাঁকে আরসিবির জার্সি পরে থাকতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ব্যাঙ্গালোরের সমর্থকরা চাইছেন, ডি'ভিলিয়ার্সের মতোই বেবি এবি কোহলির সঙ্গে আরসিবির হয়ে মাঠে নামুন।


আইপিএলের নিলাম নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসার কথা মেগা নিলাম। যুযুধান দশটি দল নিলামের নকশা সাজাতে শুরু করে দিয়েছে।