কলকাতা: দুষ্টের দমন হোক। সমাজের সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক। চিন্তাভাবনারও শুদ্ধিকরণ হোক সর্বস্তরে। শুভচেতনার উন্মেষ ঘটুক।
এই প্রার্থনা নিয়ে বিশেষ অনুষ্ঠান করতে চলেছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। যাঁর আর এক পরিচয়, তিনি কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্ত্রী।
আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। এমনকী, দেশের গণ্ডি ছাড়ি বিদেশেও চলছে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি। নারী নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন।
আর সেই আবহে শুভবুদ্ধির উদয় চেয়ে বিশেষ অনুষ্ঠান করতে চলেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। আগামী ২২ সেপ্টেম্বর, রবিবার রবীন্দ্র সদনে একটি নৃত্যনাট্যর আয়োজন করেছে ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরী। সেদিন সন্ধ্যা ৬টার অনুষ্ঠানে দুর্গতিনাশিনী নৃত্যনাট্যয় পারফর্ম করবেন ডোনা নিজে। সঙ্গে থাকবেন দীক্ষামঞ্জরীর সমস্ত শিক্ষার্থীরা।
এবিপি আনন্দকে ডোনা বলছিলেন, 'সমাজের সমস্ত পাপ ধুয়ে যাক, অশুভ শক্তির বিনাশ হোক, নাচের মাধ্যমে এই প্রার্থনাই করা হবে। যে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে সকলে যাচ্ছি, চারপাশে এত নেতিবাচকতা, সব কিছুর শেষ হোক। ইতিবাচক বার্তা দেওয়ার জন্যই এই নৃত্যনাট্যর অবতারণা। মহিষাসুর মানেই অন্ধকার, খারাপ, অশুভ এক শক্তি। তার বিনাশ ঘটিয়ে শুভ চেতনার বিকাশ ঘটা অত্যন্ত জরুরি। সর্বশক্তিময় ঈশ্বরের কাছে আমরা সেই প্রার্থনাই করব।'
আরও পড়ুন: বড় ঘোষণা প্রীতি জিন্টার দলের, পাঞ্জাব কিংসের কোচ করা হল এই কিংবদন্তিকে
পাশাপাশি ২ অক্টোবর, মহালয়ার দিন সকালে দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীদের নিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার এক অভিনব পরিকল্পনা করেছেন ডোনা। শুভবুদ্ধির সঞ্চার ও অশুভের নাশ প্রার্থনা করে সেদিন সকালে নাচের স্কুলের সমস্ত শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মঞ্চে ভিডিও ও ছবি পোস্ট করতে বলা হয়েছে। ডোনা বলছিলেন, 'আমার সমস্ত ছাত্র-ছাত্রীদের বলেছি, নাচ বা গানের মাধ্যমে সকলে ভাল কিছুর জন্য প্রার্থনা করো। তারপর সেই ভিডিও ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম - যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য বলেছি।'
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন ডোনা। সঙ্গে ছিলেন কন্যা সানাও। পুজোর সময় লন্ডন থেকে কলকাতায় ফিরবেন সানা। তবে বিলেতে যেতে হবে ডোনাকে। দুর্গাপুজোর আগে লন্ডনে একাধিক অনুষ্ঠান রয়েছে ডোনার। অষ্টমীর দিন কলকাতায় ফিরবেন সৌরভ-ঘরনি।
আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের