কলকাতা: বুধবার, ৯ অক্টোবর দুর্গাপুজোর (Durga Puja 2024) মহাষষ্ঠী। আবার পঞ্জিকা অনুযায়ী, এদিনই সন্ধ্যায় সপ্তমী পড়ে গিয়েছে। শহর কলকাতায়, গোটা রাজ্যেই দুই ছবি। একদিকে যেমন মণ্ডপে ঠাকুর দেখার ভিড়, অন্যদিকে চলছে আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি।
দুর্গাপুজোর আমেজ টের পাওয়া যাচ্ছে প্রবাসেও। তবে দেশের বাইরেও পুজোর আনন্দের মাঝেই উঠছে আর জি কর কাণ্ডের বিচারের দাবি। অপরাধীদের কড়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
টেমস পাড়ের শহর লন্ডনও তার ব্যতিক্রম নয়। আর সেখানেই পুজোর অনুষ্ঠান করতে গিয়ে নাচের মাধ্যমে ফের সমাজ শোধনের ডাক দিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। যাঁর আর এক পরিচয়, তিনি কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্ত্রী।
লন্ডনের অনুষ্ঠানের মহড়া চলছিল জোর কদমে। ডোনা নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই আপডেট জানাচ্ছিলেন। ডোনা একাধিক অনুষ্ঠান করছেন লন্ডনে। ৮ অক্টোবর, মঙ্গলবার ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর দুর্গতিনাশিনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ মঞ্চস্থ হয়েছে সেখানে। একটা অনুষ্ঠানের উদ্যোক্তা দক্ষিণায়ন ইউ কে। দীক্ষামঞ্জরীর সঙ্গে যৌথ পরিবেশনায় অনুষ্ঠান পরিবেশিত হয়। আর একটি অনুষ্ঠান হিন্দু সোসাইটি ইউ কে এবং ক্যামডেন পুজোর নিবেদন।
৮ অক্টোবর, লন্ডনের রবিদাস কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে ছটায় হল ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য অনুষ্ঠান। যে অনুষ্ঠানে ছিল মহালয়ার পুণ্য তিথির উপর আধারিত দুর্গা বন্দনা। উদ্যোক্তা হিন্দু সোসাইটি ইউ কে। ৯ অক্টোবর, বুধবার আয়োজিত হল অপর একটি অনুষ্ঠান। সুইস কটেজ লাইব্রেরি হলে রাত আটটায় আয়োজিত হল মহিষাসুরমর্দিনী। নৃত্য পরিচালনা করেন ডোনা। সঙ্গীত পরিচালনা করেন আনন্দ গুপ্ত। উদ্যোক্তা ক্যামডেন পুজো কমিটি।
১০ অক্টোবর, বৃহস্পতিবারও লন্ডনে একটি অনুষ্ঠান রয়েছে সৌরভ ঘরনির। সুইস কটেজ লাইব্রেরি হলে রাত ৮টা থেকে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথের তাসের দেশ। উদ্যোক্তা দক্ষিণায়ন ইউ কে ও দীক্ষামঞ্জরী।
লন্ডন থেকে এবিপি আনন্দকে ডোনা বললেন, ‘মহিষাসুরমর্দিনী অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। আবার তাসের দেশেও আছে কিছু বাঁধাধরা নিয়ম ভাঙার কথা। সুস্থ সমাজের ক্ষেত্রে যা কাম্য নয় এমন কিছু নিয়ম ভাঙার ওপর কেন্দ্রীভূত সেই কাহিনি। ছক ভাঙার ডাক দেয় এই নৃত্যনাট্য।’ ডোনা আরও বললেন, ‘দুটি নৃত্যনাট্যই একটা ইতিবাচক বার্তা দেয়। সমাজের কল্যাণে, সুস্থ মানসিকতা গড়ার লক্ষ্যে এই ইতিবাচক ভাবনার প্রচার ও প্রসার ভীষণ প্রয়োজনীয়। আমরা শিল্পীরা তাই আমাদের কাজের মধ্যে দিয়ে এই উদ্যোগ নিয়ে চলেছি।’
সব অনুষ্ঠানেই উপচে পড়েছে ভিড়। আর জি কর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল, আন্দোলনের রেশ পড়েছে বিদেশেও, তখন নাচের মঞ্চ থেকেই সমাজের অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রার্থনা করছেন বিখ্যাত নৃত্যশিল্পী।
আরও পড়ুন: নীতীশ-রিঙ্কু-হার্দিকের ব্যাটের ঝড়ে পয়মন্ত মাঠই না বাংলাদেশের কাছে অভিশপ্ত হয়ে ওঠে!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।