Babar Azam: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন মাইলস্টোন গড়লেন বাবর আজম, টেক্কা দিলেন বিরাট,গিলকে
PAK vs SA: ২০১৯ সাল থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রথমবার নিউজিল্যান্ড খেতাব জিতেছিল ভারতকে ফাইনালে হারিয়ে।

লাহোর: বাবার আজম না কি বিরাট কোহলি। আধুনিক ক্রিকেটে এশিয়া মহাদেশের ২ তারকা ব্য়াটারকে নিয়ে আলোচনার শেষ নেই। বিশ্ব ক্রিকেটে একটা সময় রাজ করেছেন কোহলি। অন্যদিকে বাবর সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকলেও এশিয়া মহাদেশের অন্য়তম সেরা ব্যাটার হিসেবে নিজেকে মেলে ধরেছেন। এবার বিরাট কোহলি ও শুভমন গিলকে টেক্কা দিলেন প্রাক্তন পাক অধিনায়ক।
বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ইতিহাসে অষ্টম ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূরণ করার নজির গড়লেন। প্রথম পাকিস্তানি হিসেবে নজির গড়লেন তারকা ডানহাতি ব্যাটার। এমনকী এশিয়ার একমাত্র ব্যাটার হিসেবে এই নজির গড়লেন বাবর। বিরাট কোহলি, শুভমন গিল কেউই এই মাইলস্টোন স্পর্শ করতে পারেননি।
২০১৯ সাল থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রথমবার নিউজিল্যান্ড খেতাব জিতেছিল ভারতকে ফাইনালে হারিয়ে। দ্বিতীয়বারও ভারত ফাইনালে উঠলেও হারতে হয় তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর তৃতীয়বার অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
বাবরের পরই এই তালিকায় এশিয়ার ব্যাটারদের মধ্যে রয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। তিনি ২৮২৬ রান করেছেন এখনও পর্যন্ত। বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ২৭১৭ রান। তাঁর থেকে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা ও ঋষভ পন্ত। হিটম্য়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৭১৬ রান করেছেন। তারকা উইকেট কিপার ব্যাটার ২৭৩১ রান করেছেন।
ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়ে মুখ খুললেন জাডজা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাডেজা। দল ঘোষণার পরেই নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন রবীন্দ্র জাডেজা এখনও ভারতীয় ওয়ান ডে দলের পরিকল্পনায় রয়েছেন। তা সত্ত্বেও অজ়ি সফর থেকে বাদ পড়ায় তাঁর ওয়ান ডে কেরিয়ার নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আজ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষে এই বিষয়ে মুখ খুললেন জাডেজা। জানিয়ে দিলেন তিনি ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে আগ্রহী। ৩৬ বছর বয়সি তারকা অলরাউন্ডার সাংবাদিকদের বলেন, 'এই বিষয়টা তো আমার হাতে নেই। আমি (২০২৭ বিশ্বকাপে) খেলতে চাই। কিন্তু দিনের শেষে এই সিদ্ধান্তটা দলের অধিনায়ক, কোচ, নির্বাচক এবং ম্য়ানেজমেন্টের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে আমায় না রাখার পিছনে নিশ্চয়ই কোনও কারণ রয়েছে। ওরা হুট করে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করেনি, আমার সঙ্গে আগে কথা বলেছিল ওরা। বিষয়টা এমন নয় যে আমি দল ঘোষণার পরেই সবটা জানতে পেরেছি।'



















