Cricketer Death: বিশ্বকাপ ফাইনালের দিনই বিরাট দুঃসংবাদ, পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার
Cricketer Rajesh Banik Death: তিনি ভারতীয় দলের হয়ে অনূুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন ।- রাজেশ বণিকের বয়স হয়েছিল ৪০ বছর ।

আগরতলা: রবিবার, ২ নভেম্বর - ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় দিন । কারণ, এদিনই নবি মুম্বইয়ে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল তাদের প্রথম ওয়ান ডে বিশ্বকাপ (ICC Womens World Cup Final) খেতাবের জন্য ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে । এরই মধ্যে ভারতীয় ক্রিকেট জগতে বড় দুঃখের খবর প্রকাশ্যে এসেছে । বিশ্বকাপের ফাইনালের দিনই জানা গেল, ভারতের প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় ।
ত্রিপুরার ক্রিকেটার রাজেশ বণিকের (Rajesh Banik) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে । তিনি ভারতীয় দলের হয়ে অনূুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন ।- রাজেশ বণিকের বয়স হয়েছিল ৪০ বছর । তাঁর মৃত্যু হয়েছে পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে । রাজেশের মৃত্যুতে ক্রিকেট জগতে শোকের ছায়া নেমে এসেছে । রাজেশ ইরফান পাঠান, অম্বাতি রায়ডুর মতো খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন । ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে রাজেশ বণিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
সড়ক দুর্ঘটনায় ক্রিকেটারের মৃত্যু
ত্রিপুরা ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সূত্রে জানানো হয়েছে যে, সড়ক দুর্ঘটনায় রাজেশ গুরুতরভাবে আহত হয়েছিলেন । এরপর তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বাঁচানো যায়নি । তিনি ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন ।
ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে সংবাদমাধ্যমে বলেছেন, 'এটা খুবই দুঃখজনক যে আমরা একজন প্রতিভাবান ক্রিকেটার এবং অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের নির্বাচককে হারালাম । আমরা হতবাক, ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন । তিনি আমাদের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন, তবে খুব কম লোকই জানেন যে তাঁর মধ্যে সেই প্রতিভা ছিল যা দিয়ে তিনি প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের সহজে চিহ্নিত করতে পারতেন । এই কারণেই তাঁকে রাজ্যের অনূর্ধ্ব ১৬ দলের নির্বাচক করা হয়েছিল ।'
৪০ বছর বয়সী রাজেশ বণিক তাঁর ক্রিকেট জীবনে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৬৯ রান করেছিলেন, তাঁর নামে ২টি উইকেটও ছিল । এছাড়াও তিনি লিস্ট এ-র ২৪টি ম্যাচ খেলেছেন, যেখানে ৩৭৮ রান করেছেন এবং ৮টি উইকেট নিয়েছেন । তিনি ১৮টি টি-২০ ম্যাচে ২০৩ রান করেছেন । তিনি তাঁর শেষ ম্যাচ রঞ্জি ট্রফির ২০১৮ সালে খেলেছিলেন । সেই ম্যাচটি ওড়িশার বিরুদ্ধে ছিল ।




















