Rohit Sharma: ১৩ বছর আগের ট্যুইট ভাইরাল, ক্যাপ্টেন্সি হারানোর ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন রোহিত?
Rohit Sharma Viral Post: শুভমন গিলকেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত করেছে। রোহিত ও বিরাট ওয়ান ডে সিরিজের দলে থাকলেও হিটম্য়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মুম্বই: চেয়েছিলেন ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন। ২০২৩ সালে তাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। তাই স্বপ্ন দেখেছিলেন যে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ভারতকে বিশ্বকাপ জেতাবেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। বিসিসিআই আগামী ২ বছর পর্যন্ত অপেক্ষা করেনি। শুভমন গিলকেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত করেছে। রোহিত ও বিরাট ওয়ান ডে সিরিজের দলে থাকলেও হিটম্য়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এর পরই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিতের ১৩ বছর পুরনো করা একটি ট্যুইট।
কী পোস্ট করেছিলেন রোহিত ১৩ বছর আগে
রোহিতের পরিবর্তে অস্ট্রেলিয়া সিরিজ থেকে জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্য়াটের নেতৃত্বে দেখা যাবে শুভমন গিলকে। তাঁর নেতৃত্বেই এবার মাঠে নামবেন হিটম্যান। টেস্টেও গিল নেতৃত্বে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শুধু সূর্যকুমার যাদব নেতৃত্বভার সামলাচ্ছেন বর্তমানে। সেখানেও গিল সহ অধিনায়ক। ১৩ বছর আগে ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডেলে রোহিত লিখেছিলেন, ''“End of an era (45) and the start of a new one (77)''। রোহিতের জার্সি নম্বর ৪৫। আর শুভমনের জার্সি নম্বর ৭৭। অদ্ভুতভাবে সব মিলে যাওয়ায় হিটম্য়ানের এই পোস্টটিও এখন ভাইরাল হয়েছে।
End of an era (45) and the start of a new one (77) ..... http://t.co/sJI0UIKm
— Rohit Sharma (@ImRo45) September 14, 2012
উল্লেখ্য, ২০১২ সালে যখন রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন সুযোগ পেয়েছিলেন, তিনি তখন ৪৫ নম্বর জার্সি ছেড়ে ৭৭ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন। যদিও পরবর্তীতে ফের পুরনো ৪৫ নম্বর জার্সিতেই কামব্যাক করেন হিটম্য়ান। এই এক্ট পোস্টটি আসলে তখনের সময়ের।
রোহিতের নেতৃত্বের প্রশংসায় সূর্যকুমার
রোহিত শর্মার অধিনায়কত্বে জাতীয় দল তো বটেই, মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও বহুদিন আইপিএল খেলেছেন সূর্যকুমার। সদ্য প্রাক্তন ভারতীয় অধিনায়কের নেতৃত্ব প্রসঙ্গে সূর্যর দাবি, 'রোহিত ভাইয়ের অধীনে আমি ভারতীয় দল এবং আইপিএলে প্রচুর ক্রিকেট খেলেছি। ওঁ সকলকে নিজের আশেপাশে স্বচ্ছন্দবোধ করায়। সকল তরুণদের জন্য ওঁ একজন অনুপ্রেরণা। সবার জন্য সবসময় ওঁর ঘরের দরজা খোলা থাকে। এই বিষয়টা অন্যান্য অধিনায়কের পাশাপাশি ওঁর কাছ থেকে সবথেকে ভালভাবে শিখেছি আমি।'
উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্যকুমারের। বর্তমানে তিনিই ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়ক। সম্প্রতি এশিয়া কাপও জিতেছেন।



















