(Source: ECI | ABP NEWS)
Danish Kaneria: 'পাকিস্তান আমার জন্মভূমি, কিন্তু ভারত আমার মাতৃভূমি', পিসিবিকে খোঁচা কানেরিয়ার
Danish Kaneria Update: নিজে সে বিষয়ে বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন প্রাক্তন পাক স্পিনার। তবে পাকিস্তান জন্মভূমি হলেও ভারতকে নিজের মাতৃভূমি বলেই সম্বোধন করেছেন কানেরিয়া।

করাচি: তিনি হিন্দু ক্রিকেটার। কিন্তু পাকিস্তানের জার্সিতে খেলেছেন দীর্ঘদিন। কিন্তু এই পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তার আধিকারিকদের বিরুদ্ধেই বৈষম্য়মূলক আচরণের অভিযোগ এনেছিলেন দানিশ কানেরিয়া। ভারত-পাক সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সোশ্য়াল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে যে কানেরিয়া না কি ভারতের নাগরিকত্ব পেতে চলেছেন। যদিও নিজে সে বিষয়ে বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন প্রাক্তন পাক স্পিনার। তবে পাকিস্তান জন্মভূমি হলেও ভারতকে নিজের মাতৃভূমি বলেই সম্বোধন করেছেন কানেরিয়া।
পহেলগাঁও ইস্যুতে ভারতের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেননি কানেরিয়া। যা নিয়ে পাকিস্তানের ভেতরে অনেক কথার মধ্যে পড়তে হয়েছিল এই হিন্দু ক্রিকেটারকে। তবে পিসিবি ও পাকিস্তানের সঙ্গে দূরত্ব অনেক আগে থেকেই বেড়েছে কানেরিয়া। তিনি নিজের সোশ্য়াল মিডিয়াতে জানিয়েছিলেন যে, ''আমাকে পাকিস্তানের মানুষ অনেক ভালবেসেছেন। আমি পাকিস্তানের জার্সিতে খেলার সুযোগ পেয়েছি। কিন্তু এই সময়ের মধ্য়ে বারবার বৈষম্যের শিকার হতে হয়েছে পিসিবি ও পাকিস্তান ক্রিকেটের আধিকারিদের কাছে।''
ভারতের নাগরিকত্ব এই মুহূর্তে না নিলেও কানেরিয়া যা বললেন, তাতে সেই সম্ভাবনাও কিন্তু অদূর ভবিষ্যতের জন্য উড়িয়ে দেওয়া যায় না। প্রাক্তন পাক স্পিনার বলছেন, ''ভারতীয় নাগরিকত্ব প্রসঙ্গে স্পষ্ট করে বলতে চাই। পাকিস্তান আমার জন্মভূমি। তবে ভারত হল আমার পূর্বপুরুষদের ভূমি, আমার মাতৃভূমি। ভারত আমার কাছে মন্দিরের মতো। কিন্তু বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনও ইচ্ছা নেই। ভবিষ্যতে আমার মতো কারুর যদি মনবাসনা হয়, তাহলে সিএএ তো রয়েইছে। তাই যারা দাবি করেন যে আমার মন্তব্যগুলি ভারতীয় নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে, তারা সম্পূর্ণ ভুল।'
উল্লেখ্য, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগেও ভারতের পক্ষেই কথা বলেছিলেন কানেরিয়া। সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ''এটা সত্যিই ভারতীয়দের ভাবাবেগে আঘাত লেগেছে পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা। ভারতীয় দল লেজেন্ডস লিগের ম্য়াচও খেলেনি। পাকিস্তান ক্রিকেটের মানও এখন অনেক পড়ে গিয়েছে। আগের মত আর নেই। তার জন্যই এখন আর ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে অত উত্তাপ দেখা যায় না।''
পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে প্রাক্তন পাক স্পিনার বলেন, ''পাকিস্তান ক্রিকেট দল ছোট ছোট দলের বিরুদ্ধেও হেরেছে। প্রতিনিয়ত স্কোয়াডে অনেক বদল আনা হয় বারবার। পাক দলে এই মুহূর্তে বাবর আজম, রিজওয়ানের মত প্লেয়াররা নেই। কোনও তারকা প্লেয়ার নেই। বেশিরভাগই নতুন মুখ। উল্টোদিকে ভারত অনেক ভারসাম্যযুক্ত দল। ব্যাটিং থেকে বোলিং সব বিভাগেই তারকা প্লেয়াদের ছড়াছড়ি।''




















