নয়াদিল্লি: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day)। ক্রিকেটারেরাও স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে মহম্মদ শামি - প্রত্যেকেই জাতীয় পতাকা উত্তোলন করেছেন। দিয়েছেন দেশবাসীর উদ্দেশে বার্তা।


স্বাধীনতা দিবস পালন করলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। স্ত্রী নাতাশা ও দুই মেয়েকে নিয়ে পতাকা উত্তোলন করেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের হেড কোচ। সঙ্গে লেখেন, 'অনেক মূল্য দিয়ে এই স্বাধীনতা অর্জন করা গিয়েছে। আমাদের নায়কেরা তাঁদের রক্ত দিয়ে প্রত্যেক দিন এর দাম দেন। সেটা কোনও দিন ভুলবেন না।'


ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে নতুন ইনিংস শুরু করেছিলেন গম্ভীর। সেখান থেকে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দায়িত্ব নেন। যে দলকে অধিনায়ক হিসাবে জোড়া আইপিএল ট্রফি দিয়েছিলেন। আর সেই দায়িত্ব নিয়েই বড় সাফল্য পান গম্ভীর। দশ বছরের ট্রফি খরা কাটিয়ে কেকেআরকে আইপিএলে চ্যাম্পিয়ন করেন গম্ভীর। তারপরই পান আরও বড় দায়িত্ব।


রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গম্ভীর। টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নেন তিনি। শ্রীলঙ্কার মাটিতে শুরু হয় ভারতীয় ক্রিকেটের নতুন জমানা। শ্রীলঙ্কার বিরুদ্ধে গম্ভীরের প্রশিক্ষণে ও সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-২০ সিরিজে বড় জয় পায় ভারত। ৩-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত।


 






তবে জাতীয় দলের কোচ হিসাবে প্রথম ওয়ান ডে সিরিজে গম্ভীরের অভিজ্ঞতা সুখকর হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলি সমৃদ্ধ দল নিয়েও শ্রীলঙ্কার কাছে ওয়ান ডে সিরিজ হেরে যায় ভারত। আপাতত কোচ গম্ভীরের সামনে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতির অঙ্ক নিয়ে বসার সময়। সেপ্টেম্বরে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত।                                   


আরও পড়ুন: হাড্ডাহাড্ডি টক্কর, সিরিজ হেরেও বাবরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন রোহিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।