GG-W Vs MI-W WPL 2023 Live: ৪ উইকেট নিলেন বাংলার সাইকা, ১৪৩ রানে গুজরাতকে হারিয়ে অভিযান শুরু মুম্বইয়ের

GG vs MI: ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধে ৭.৩০টা থেকে উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরেই শুরু হবে ম্যাচ।

ABP Ananda Last Updated: 04 Mar 2023 11:27 PM
GG-W Vs MI-W Live Score: বিরাট জয়

আগুন ঝরালেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাক। তিনি চার উইকেট নিলেন। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংসের পর অ্যামেলিয়া কেরও দুই উইকেট নেন। স্পিনারদের দাপটেই মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেল গুজরাতের ইনিংস। ১৪৩ রানের বিরাট ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হাঁটুতে চোট পাওয়ার পর আর ব্যাট করতেই নামেননি বেথ মুনি।

GG-W Vs MI-W Live Score: বিরাট জয়

আগুন ঝরালেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাক। তিনি চার উইকেট নিলেন। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংসের পর অ্যামেলিয়া কেরও দুই উইকেট নেন। স্পিনারদের দাপটেই মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেল গুজরাতের ইনিংস। ১৪৩ রানের বিরাট ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হাঁটুতে চোট পাওয়ার পর আর ব্যাট করতেই নামেননি বেথ মুনি।

GG-W Vs MI-W Live: কোনওক্রমে ৫০-র গণ্ডি পার

১৪তম ওভারে কোনওক্রমে ৫০ রানের গণ্ডি পার করল গুজরাত জায়ান্টস। গুজরাতের হয় ব্যাট হাতে লড়ছেন হেমলতা। তিনি ২৬ রানে ব্যাট করছেন। ১৪ ওভার শেষে গুজরাতের স্কোর ৫৬/৮। 

GG-W Vs MI-W Live Score: কমছে গুজরাতের আশা

ক্রমশই কমছে গুজরাতের জয়ের আশা। ব্যাটিং ইনিংসের প্রথম ওভারে বেথ মুনির রিটায়ার্ড হার্ট হওয়ার পর নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে পরাজয়ের দিকেই এগোচ্ছে গুজরাত। আট ওভার শেষে গুজরাতের স্কোর ২৩/৭। শেষ দুই ওভারে তিন উইকেট হারিয়েছে গুজরাত।

GG-W Vs MI-W Live: শুরুতেই চাপে গুজরাত

গুজরাত জায়ান্টসের ইনিংসের প্রথম ওভারেই অঘটন। গুজরাত অধিনায়ক বেথ মুনি প্রথম ওভারেই রান নিতে গিয়েই হাঁটুতে চোট পান বেথ মুনি। শেষমেশ মাঠই ছাড়তে হল তাঁকে। এরপরেই ওই ওভারের শেষ বলে হরলীন দেওলকে শূন্য রানে সাজঘরে ফেরান ন্যাট স্কিভার-ব্রান্ট। এরপরেই ইসি ওয়ংয়ের দ্বিতীয় ওভারেও সাফল্য পায় মুম্বই। শূন্য রানেই ফেরেন অ্যাশলে গার্ডনার। 

GG-W Vs MI-W Live Score: গুজরাতের টার্গেট ২০৮

আইপিএলের প্রথম ইনিংসে কেকেআর ২০০-র অধিক রান করেছিল। ডব্লিউপিএলের প্রথম ইনিংসেও ২০০ রানের গণ্ডি পার করল মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতের ঝোড়ো ৬৫ রানের ইনিংস ও হেইলির ৪৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০৭/৫ করল মুম্বই ইন্ডিয়ান্স। 

GG-W Vs MI-W Live: ইতিহাস গড়েই ফিরলেন হরমনপ্রীত

৩০ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফিরলেন হরমনপ্রীত কৌর। চতুর্থ উইকেট হারাল মুম্বই। ১৭ ওভার শেষে মুম্বইয়েক স্কোর ১৬৬/৪।

GG-W Vs MI-W Live Score: অর্ধশতরান হরমনপ্রীতের

দুরন্ত ছন্দে ব্যাট করছেন হরমনপ্রীত কৌর। ১৬তম ওভারে গার্ডনারকে পরপর তিনটি চার মারেন হরমনপ্রীত। ২২ বলে নিজের প্রথম অর্ধশতরান পূরণ করলেন হরমনপ্রীত। ডব্লিউপিএলের ইতিহাসে এটিই প্রথম অর্ধশতরান। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৫৯/৩।

GG-W Vs MI-W Live: পরপর দুই উইকেট

ব্যাটিং ইনিংসের মাঝপথে মুম্বইয়ের স্কোর ৭৭/৩। পরপর দুই ওভারে দুই সেট মুম্বই ব্যাটার সাজঘরে ফিরলেন। প্রথমে নবম ওভারে ২৩ রানে স্কিভার-ব্রান্টকে সাজঘরে ফেরান জর্জিয়া ওয়েরহ্যাম। পরের ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করা হেইলি ম্যাথিউজকে ৪৭ রানে আউট করেন অ্যাশলে গার্ডনার।

GG-W Vs MI-W Live Score: অর্ধশতরানে গণ্ডি পার

আট ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করল মুম্বই ইন্ডিয়ান্স। আট ওভার শেষে স্কোর ৬১/১। ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন হেলি ম্যাথিউজ। তিনি ৩৫ রানে ব্যাট করছেন, ন্যাট স্কিভার-ব্রান্ট ২২ রানে খেলছেন।

GG-W Vs MI-W Live: প্রথম সাফল্য

ইয়াস্তিকা ভাটিয়াকে ১ রানে সাজঘরে ফিরিয়ে গুজরাতকে প্রথম সাফল্য এনে দিলেন তুনজা কনওয়ার। তৃতীয় ওভারে ১৫ রানে প্রথম উইকেট হারাল মুম্বই। তিন ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৭/১।

GG-W Vs MI-W Live Score: টস জিতল গুজরাত

গুজরাত জায়ান্টস অধিনায়ক বেথ মুনি টসে জিতে প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানালেন।

GG-W Vs MI-W Live: উদ্বোধনী অনুষ্ঠান শেষ

এপি ধিঁলো, কিয়ারা আডবাণী, কৃতি শ্যাননের চোখধাঁধানো পারফরম্যান্সের পর শেষ হল ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

প্রেক্ষাপট

মুম্বই: আজ, ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথম ডব্লিউপিএল (Women's Premier League 2023)। ২৩ দিনের ব্যবধানে পাঁচ দল মোট ২০টি ম্যাচ খেলবে। গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের (GG-W Vs MI-W) ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধে ৭.৩০টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে পিছিয়ে দেওয়া হল ম্যাচ শুরুর সময়। নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরেই শুরু হবে ম্যাচ।


বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, 'প্রথম ম্যাচ পূর্বনির্ধারিত সময়ে শুরু হবে না। শনিবার ভারতীয় সময় ৮টা থেকে শুরু হবে ম্যাচটি। ৭.৩০টার সময় ম্যাচের টস আয়োজিত হবে। ভারতীয় সময় অনুযায়ী ৬টা ২৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। কিয়ারা আডবাণী ও কৃতি শ্যানন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। এর পাশাপাশি গায়ক এপি ধিলোঁ নিজের সেরা কয়েকটি গান মঞ্চে গেয়ে দর্শকদের মাতাবেন।'


প্রথম ডব্লিউপিএলের ম্যাসকটটির নাম দেওয়া হয়েছে 'শক্তি'। এই ম্যাসকটকে একটি নীল জার্সি পরিহিত বাঘের মতোই দেখতে। প্রসঙ্গত, প্রথম ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও ইউপি ওয়ারিয়ার্স- এই পাঁচটি ফ্রাঞ্চাইজি খেলবে। টুর্নামেন্টে মাত্র চারটি ডবল হেডার অর্থাৎ একদিনে দুইটি ম্যাচ আয়োজিত হবে। ডিওয়াই পাতিল ও ব্রেবোর্ন স্টেডিয়ামের প্রত্যেকটিতে ১১টি করে ম্যাচ আয়োজিত হবে। ২৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে এলিমিনেটর। ৬ মার্চ ব্রেবোর্নেই আয়োজিত হবে প্রথম ডব্লিউপিএলের ফাইনাল ম্যাচটি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.