বেলগ্রেড: হার্দিক পাণ্ড্যর সঙ্গে বিয়ে ভেঙেছে তাঁর । তারপর কি অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন নাতাশা স্ত্যাঙ্কোভিচ?
জোর জল্পনা শুরু হয়েছে, এক অভিনেত্রীর প্রেমিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন নাতাশা । বলিউড অভিনেত্রীর প্রেমিকের সঙ্গে ডেট করছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী?
ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর সঙ্গে প্রেম, তারপর বিয়ে হয় নাতাশা স্ত্যাঙ্কোভিচের । পুরোটাই ছিল যেন রূপকথার মতো । নাতাশার বাড়ি সার্বিয়ায় । পেশায় তিনি মডেল ও অভিনেত্রী । ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিকের সঙ্গে প্রেম করে বিয়ে সারেন । দুজনের পুত্রসন্তান অগস্ত্য ।
হার্দিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে নাতাশার । আপাতত ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়ায় আছেন নাতাশা । নাতাশার একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়, গুঞ্জন তাঁর নতুন সম্পর্ক নিয়ে । আলেকজ়ান্ডার আলেক্সের সঙ্গে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় সম্প্রতি ডিনার সারতে দেখা গিয়েছে নাতাশাকে । এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে দুজনকে । তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন । অনেকেই কৌতূহলী, আলেকজান্ডারের জন্যই হার্দিক-নাতাশার সম্পর্ক ভেঙেছে ।
আলেকজ়ান্ডার পেশায় ফিটনেস ট্রেনার । শোনা যায় অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে প্রেমের সম্পর্ক আলেকজ়ান্ডারের । প্রশ্ন উঠছে দিশার সঙ্গে আলেকজ়ান্ডারের সম্পর্কে ভাঙন ধরেছে কি না তা নিয়েও ।
২০২০ সালের মে মাসে হার্দিক এবং নাতাশা স্ত্যাঙ্কোভিচ (Natasa Stankovic) বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তাঁদের অগস্ত্য নামে তিন বছর বয়সী এক ছেলেও রয়েছে । কিন্তু সম্প্রতি হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদের খবর শিরোনাম কেড়েছে । সম্প্রতি আলেকজ়ান্ডারের সঙ্গে এক রেস্তোরাঁয় দেখা গিয়েছিল নাতাশাকে । আলেকজ়ান্ডারের সঙ্গে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক নিয়েও জল্পনা রয়েছে । তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজে গিয়ে পাপারাৎজিদের প্রশ্নের মুখে পড়েন নাতাশা । তাঁকে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল । অবশ্য নাতাশা এই প্রশ্নের কোনও উত্তরই সেই সময় দেননি । সকলকে ধন্যবাদ জানিয়েই চলে যান তিনি । পরে হার্দিক ও নাতাশা দুজনই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন ।
নাতাশার বিয়েতে ছিলেন, তাঁর সঙ্গে আলেকজান্ডারের সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের, নাকি তার চেয়েও বেশি?
আরও পড়ুন: বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয় ক্রিকেটার! ফ্লাইট মিস করতেই ক্ষোভ উগরে দিলেন