(Source: ECI | ABP NEWS)
Harmanpreet Kaur: হাতের পেশিতে বিশ্বকাপের ট্যাটু, হরমনপ্রীতের পোস্ট মন জিতে নিল ক্রিকেটপ্রেমীদের
Indian Womens Cricket Team: তিহাস গড়েছেন তিনি । ভারতের প্রথম অধিনায়ক হিসাবে জিতেছেন কোনও আইসিসি ট্রফি । দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হরমনপ্রীত কৌর।

মুম্বই: ইতিহাস গড়েছেন তিনি । ভারতের প্রথম অধিনায়ক হিসাবে জিতেছেন কোনও আইসিসি ট্রফি । দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) । হরমনপ্রীত তাঁর জীবনের সেই স্থান অর্জন করেছেন, যা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন । টিম ইন্ডিয়া হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা বিশ্বকাপের খেতাব জিতেছে । হরমান এই মুহূর্তটিকে চিরকাল নিজের সঙ্গে রাখার জন্য বিশ্বকাপের ট্রফির একটি ট্যাটু তাঁর হাতে করিয়েছেন । হরমনপ্রীত কৌর ট্যাটুর সঙ্গে ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।
হরমনপ্রীত কৌরের ট্যাটু
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর বিশ্বকাপ জেতার তিন দিন পরেই তাঁর হাতে বিশ্বকাপের ট্রফির ট্যাটু করিয়েছেন । হরমনপ্রীত ট্যাটুর ছবি শেয়ার করে বিশ্বকাপের ট্রফি সম্পর্কে লিখেছেন, 'চিরকালের জন্য আমার ত্বকের ওপর এবং আমার হৃদয়ে গেঁথে নিয়েছি । তোমার জন্য প্রথম দিন থেকে অপেক্ষা করেছি এবং এখন আমি তোমাকে রোজ সকালে দেখতে পারি । এটা দেখে আমার ভাল লাগছে' ।
হরমনপ্রীত কৌর এবং টিম ইন্ডিয়ার জন্য বিশ্বকাপের ট্রফি কতটা স্পেশ্যাল, তা এই কথা থেকেই বোঝা যায় যে সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পর হরমনপ্রীতের চোখে আনন্দের অশ্রু ছিল । ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পাওয়ার পর টিম ইন্ডিয়া বিশ্বচ্যাম্পিয়ন হয় । ভারত প্রথমবার মহিলা বিশ্বকাপের খেতাব জিতেছে ।
View this post on Instagram
পঞ্চম বিশ্বকাপে মোক্ষলাভ
হরমনপ্রীত কৌর এই বিশ্বকাপের আগে পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছিলেন, এটি ছিল তাঁর পঞ্চম বিশ্বকাপ । হরমনপ্রীত কৌর বলেছেন যে, আমরা প্রতিবার আসতাম, সেমিফাইনাল-ফাইনালে পৌঁছতাম, কিন্তু সেই ট্রফি জিততে পারতাম না । কিন্তু এবার টিম ইন্ডিয়া ৫০ ওভারের বিশ্বকাপের ট্রফি জিতেছে । এই জয়ের সঙ্গে হরমন এখন এই ট্রফিটি তাঁর হাতে চিরকালের জন্য খোদাই করেছেন ।
View this post on Instagram




















