নয়াদিল্লি: এমনিতেই পাকিস্তানের মাটিতে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে যাওয়া নিয়ে জট অব্যাহত। তারই মাঝে ভারতীয় ভূখণ্ডে পাক অধিকৃত কাশ্মীরে (POK) চ্যাম্পিয়ন্স ট্রফি ঘোরানোর পরিকল্পনা নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেন ভারতকেই খোঁচা দেওয়ার জন্য। তবে নীরবে বসে রইল না ভারত। পাক বোর্ডের পরিকল্পনা জানাজানি হতেই প্রবল বিরোধিতা করে ভারতীয় বোর্ড। নড়েচড়ে বসে আইসিসি-ও। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার মসনদে জয় শাহর (Jay Shah) বসা স্রেফ সময়ের অপেক্ষা। হস্তক্ষেপ করে আইসিসি। তারপর বন্ধ হল পাক বোর্ডের নকশা।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি পাক অধিকৃত কাশ্মীরে ঘোরানোর পরিকল্পনার কড়া নিন্দা করেন। ভারত যে এই উদ্যোগ ভাল চোখে দেখছে না সাফ জানিয়ে দেন জয় শাহ। যিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্রও। আইসিসি-কে ভারতের আপত্তির কথা জানান জয় শাহ। শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। সীমান্তবর্তী এলাকায় অশান্তি তৈরি হতে পারে বলেও উদ্বেগের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি খেলার মাঠে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
তাতেই নড়েচড়ে বসে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগকে রুখে দিয়েছে আইসিসি। ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পিসিবি ঠিক করেছিল, সেই ট্রফি নিয়ে যাওয়া হবে স্কার্দু, মুরি ও মুজফফরাবাদে। এই তিন শহরই পাক অধিকৃত কাশ্মীরে। পিসিবি এই তালিকা জানানোর সঙ্গে সঙ্গেই তীব্র আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পরেই আইসিসি জানিয়ে দেয় যে, পাক অধিকৃত কাশ্মীরে যাবে না ট্রফিটি।
আরও পড়ুন: মোহনবাগান ক্লাবে ঢুকে 'অবৈধ' স্টল ভেঙে দিল সেনাবাহিনি, কী বলছেন কর্তারা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।