মেলবোর্ন: অস্ট্রেলিয়া শিবিরে হঠাৎ করেই চিন্তার কালো মেঘ। বর্ডার গাওস্কর ট্রফি জিতে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল অজি শিবির। সেখানে সিরিজও লঙ্কা ব্রিগেডকে হোয়াইটওয়াশ করার পথে তাঁরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পরপর চারজন সিনিয়র ক্রিকেটারের দলের বাইরে বেরিয়ে যাওয়া চাপে ফেলে দিয়েছে ক্যাঙ্গারু ব্রিগেডকে। মার্শের সঙ্গে কামিন্স, হ্যাজেলউডের ছিটকে যাওয়া ও স্টোইনিসের আচমকা ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর নেওয়া। এই পরিস্থিতিতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল সাজাতেই না হিমশিম খেতে হয় অস্ট্রেলিয়া টিম ম্য়ানেজমেন্টকে। 


কিন্তু সবচেয়ে বড় সমস্যা কামিন্সের পরিবর্তে অজি শিবিরের নেতৃত্ব কে দেবেন? এই পরিস্থিতিতে তিনজনের নাম উঠে আসছেন। যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন---


স্টিভ স্মিথ: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন স্টিভ স্মিথ। জাতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক ছিলেন তিনি। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলক স্মিথই নেতৃত্ব দিচ্ছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে অজি তারকা ব্যাটার মোট ৫৯ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৩১ ম্য়াচে দল জিতেছে। ২৫ ম্য়াচে অস্ট্রেলিয়া হেরেছে। স্মিথের অধিনায়ক হিসেবে জয়ের শতকরা হার ৫২.৫৪। 


ট্রাভিস হেড: ২০২৪ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন ট্রাভিস হেড। সাদা বল, লাল বল উভয় ফর্ম্য়াটেই হেড দুর্দান্ত পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে একটি মাত্র ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। কিন্তু সেই ম্য়াচটি হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭টি ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন হেড। জয়ের শতকরা হার ৪৪.৪৪%। 


মিচেল স্টার্ক: কামিন্স ও হ্যাজেলউড ছিটকে গেলে একমাত্র মিচেল স্টার্কই থাকছেন দলের সিনিয়র বোলার হিসেবে। তিনিই বোলিং ডিপার্টমেন্টকেও নেতৃত্ব দেবেন। এই পরিস্থিতিতে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হিসেবে স্টার্ককে দেখা যেতে পারে অধিনায়ক হিসেবে। যদিও তাঁর নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা খুবই কম।


মার্শ অনেক দিন আগেই ছিটকে গিয়েছিলেন। তার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁর জায়গা যে থাকবে না তা নিশ্চিত ছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে অ্যান্ড্রু ম্য়াকডোনাল্ড জানিয়ে দিয়েছিলেন যে কামিন্স ও হ্যাজেউডকে পাওয়ার সম্ভাবনাও কম। এরই মধ্যে স্টোইনিস আচমকাই ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসর ঘোষণা করে দেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে গত মাসে। সেই দলে ছিলেন কামিন্স, হ্যাজেলউড ও স্টোইনিস তিনজনই। এই পরিস্থিতিতে এখন অস্ট্রেলিয়াকে চারজনের পরিবর্ত প্লেয়ার খুঁজতে হবে।