দুবাই: দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে সিদ্ধান্ত ঘোষিত হল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারতের ম্যাচগুলি পাকিস্তান নয়, বরং এক নিরপেক্ষ স্থানে আয়োজিত হতে চলেছে। আজই আইসিসির তরফে এক সরকারি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলে নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল ভারতীয় বোর্ড তথা সরকার। আবার পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ হাতছাড়া করতে প্রস্তুত ছিল না। ফলে দীর্ঘ সময় ধরে কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেই নিয়ে টালবাহানা চলছিলই। তবে শেষমেশ ভারতের পছন্দের হাইব্রিড মডেলেই সিলমোহর পড়ল। পাকিস্তানে ভারতীয় দলকে খেলতে যেতে হবে না। শুধু এই বারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত কোনও আইসিসি ট্রফি খেলতেই পাকিস্তানে যাবে না ভারত।
পাকিস্তানে আয়োজিত যে কোনও টুর্নামেন্টে ভারতীয় দলের ম্যাচগুলি হবে নিরপক্ষে স্থানে। অপরদিকে, পাকিস্তানের জন্যও এই একই নিয়ম লাগু হবে। অর্থাৎ পাকিস্তানও কোনও আইসিসি টুর্নামেন্ট খেলতে ভারত আসবে না। এই তালিকায় এবারের পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালেই আয়োজিত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে আয়োজিত পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও এই সিদ্ধান্ত লাগু হব। ২০২৮ সালের মহিলাদের বিশ্বকাপও পাকিস্তানে আয়োজিত হবে, সেই বিশ্বকাপেও এই নিরপেক্ষ মাঠে খেলার বিষয়টি বহাল থাকবে।
এতে ভেন্যু নিয়ে দীর্ঘদিনের সমস্যা অবশেষে মিটল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেলেই আয়োজিত হবে, তা নিশ্চিত। এবার অপেক্ষা, সূচি ঘোষণার। এবারের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানসহ মোট আটটি দলে খেতাবি লড়াইয়ে মাঠে নামতে চলেছে। ২০১৭ সালে শেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তারা নিজেদের খেতাব বাঁচানোর লক্ষ্যেই মাঠে নামবে।
এছাড়া আইসিসির তরফে উক্ত বিবৃতিতে এও জানানো হয় যে ২০২৯ থেকে ২০৩১ সালের মধ্যে সিনিয়ার মহিলাদের আইসিসি ইভেন্টগুলির মধ্যে একটি অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অশ্বিনই শেষ নন, বরং প্রথম! অদূর ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়তে পারেন একাধিক সিনিয়র?