দুবাই: ওয়ান ডে ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় তিনি শীর্ষেই রয়েছেন। এবার ফেব্রুয়ারি মাসের সেরা ওয়ান ডে প্লেয়ার হিসেবে আইসিসির বিচারে সেরার শিরোপা জিতে নিলেন শুভমন গিল (Subhman Gill)। আইসিসির বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন ডানহাতি তরুণ ভারতীয় ব্যাটার। ৫০ ওভারের ফর্ম্য়াটে বিশ্বের সেরা ব্যাটার হওয়ার তালিকায় স্টিভ স্মিথ ও গ্লেন ফিলিপসের সঙ্গে মূলত লড়াই ছিল গিলের। সেখানেই সবাইকে টেক্কা দিলেন ডানহাতি তরুণ ব্যাটার। ফেব্রুয়ারি মাসে ওয়ান ডে ফর্ম্যাটে পাঁচটি ইনিংস খেলেছিলেন গিল। মোট ৪০৬ রান করেছিলেন ১০১.৫০ গড়ে। 


ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। সেই সিরিজে তিনটি ম্য়াচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন গিল। নাগপুরে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন। এরপর কটকে ৬০ রান করেছিলেন। এরপর আমদাবাদে শতরানের ইনিংস খেলেছিলেন পাঞ্জাবের এই তরুণ প্লেয়ার। ১০২ বলে ১১২ রানের ইনিংসটি খেলেছিলেন। সেই ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। সেই সিরিজে প্লেয়র অফ দ্য সিরিজো হয়েছিলেন গিল। এর আগে এই অ্য়াওয়ার্ডটি ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসেও জিতেছিলেন গিল।


এদিকে, বুধবার, ১২ মার্চ নতুন যে ব়্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে বিরাট কোহলি, হেনরিখ ক্লাসেনদের পেরিয়ে তিন নম্বরে উঠে এসেছেন রোহিত। তালিকার শীর্ষে শুভমন গিল। ওয়ান ডে ক্রিকেটে ফর্মে ছিলেন না রোহিত। দলে তাঁর জায়গা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে ব্যাট দিয়েই সব সমালোচনা থামিয়ে দিয়েছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাঁর ৮৩ বলে ৭৬ রানের অনবদ্য় ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তারই পুরস্কার পেলেন হিটম্যান। 


চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আয়োজক দেশ পাকিস্তান। তবে তাদের তারকা ব্যাটার বাবর আজম ব্যাটারদের তালিকায় দুইয়ে রয়েছেন। ৭৮৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে শুভমন । চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২১৮ রান করলেও বিরাট নেমে গিয়েছেন পাঁচ নম্বরে। শ্রেয়স আইয়ারের ২৪৩ রানের পরই টুর্নামেন্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কোহলি। নিউজ়িল্যান্ডের তারকা ডারিল মিচেল এক ধাপ উঠে ছয়ে রয়েছেন। প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন শ্রেয়স। প্রথম কুড়ির মধ্যে রয়েছেন কে এল রাহুলও । তিনি এক ধাপ নেমে রয়েছেন ১৬ নম্বরে।