দুবাই: আইসিসির পুরুষদের বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা পেলেন না কােনও ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্লেয়ার। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের সেরা চার দলের কোনও প্লেয়ারকেই রাখা হয়নি ৫০ ওভারের ফর্ম্য়াটে বছরের সেরা দলে। আইসিসি যে দল বাছাই করেছে তাতে চমক প্রচুর। অধিনায়ক বেছে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আসালাঙ্কাকে।
গত বছর ওয়ান ডে ফর্ম্য়াটে সেভাবে ম্য়াচ খেলেনি টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্য়াচে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে সেই সিরিজ হারতে হয় ভারতীয় ক্রিকেট দলকে। একটিও ম্য়াচ জেতেনি তাঁরা। এছাড়া একাধিক টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন মেন ইন ব্লুজরা। যার জন্যই মূলত কোনও ভারতীয় প্লেয়ারকে রাখা হয়নি সেরা ওয়ান ডে দলে।
মূলত যে দল ঘোষণা করা হয়েছে। তাতে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তার মধ্যে সর্বাধিক ৪ জন রয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ৩ জন করে ক্রিকেটার রয়েছেন পাকিস্তান, আফগানিস্তানের। ১ জন ক্রিকেটার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের।
দলের ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ ও পাকিস্তানের সৈয়ম আয়ুব। উইকেট কিপার ব্যাটার হিসেবে গুরবাজ ছাড়াও স্পেশালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছেন কুশল মেন্ডিস। পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা রয়েছে। ক্যারিবিয়ান লোয়ার অর্ডার ব্যাটার রাদারফোর্ড ও অলরাউন্ডার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা। বোলারদের মধ্যে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, শাহিন আফ্রিদি, আল্লাহ গজনফর, হ্যারিস রউফ। একজন বাদে সবাই আফগানিস্তানের।
আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দল ২০২৪: রহমনউল্লাহ গুরবাজ, সৈয়ম আয়ুব, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আজমতউল্লাহ ওমরজাই, শাহিন আফ্রিদি, আল্লাহ গজনফর, হ্যারিস রউফ।
বছরের সেরা ওয়ান ডে দলে না জায়গা করে নিতে পারলেও বছরের সেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ভারতের তিন তারকা। তাঁরা হলেন জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা ও তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে।