INDW vs BANW: সেমিফাইনালের আগেই বিরাট ধাক্কা, বাংলাদেশ ম্যাচে চোট পেলেন তারকা ক্রিকেটার, আপডেট দিল বিসিসিআই
ICC Women's World Cup 2025: নিয়মরক্ষার ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের তারকা ওপেনার। ম্যাচের ২১তম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেলেন তিনি।

মুম্বই: আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচ ছিল। সেই ম্য়াচে বৃষ্টির জেরে কোনও ফলাফলও বের হয়নি। তবে বাংলাদেশের বিরুদ্ধে (INDW vs BANW) সেই ম্যাচেই বিরাট ধাক্কা খেল ভারতীয় দল। দলের তারকা ক্রিকেটার চোটের জেরে মাঠ ছাড়লেন।
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের (ICC Women's World Cup 2025) গ্রুপ পর্বের শেষ ম্য়াচে এদিন মাঠে নেমেছিল ভারত। সেই ম্য়াচ বৃষ্টির জেরে বাতিল হয়। এই ম্য়াচেই বোলিং ইনিংসের সময়ই বিরাট ধাক্কা খায় ভারত। বৃষ্টিভেজা মাঠে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন প্রতীকা রাওয়াল (Pratika Rawal)। ম্যাচের ২১তম ওভারে বাউন্ডারি বাঁচাতে তিনি ঝাঁপ দিলে বৃষ্টির সময় উন্মুক্ত থাকা আউটফিল্ডে তাঁর পা আটকে গিয়ে ডান গোড়ালি ঘুরে যায়। কোনওক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এমনকী তিনি ওপেন করতেও নামতে পারেননি।
প্রতীকার চোট নিয়ে এবার আপডেট দিল বিসিসিআই। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় অলরাউন্ডার প্রতীকা রাওয়াল হাঁটু এবং গোড়ালিতে চোট পেয়েছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওঁর পরিস্থিতি খতিয়ে দেখছে।'
🚨 UPDATE#TeamIndia all-rounder Pratika Rawal sustained an injury to her knee and ankle while fielding in the 1st innings against Bangladesh. The BCCI Medical Team is closely monitoring her progress.#WomenInBlue | #CWC25 | #INDvBAN pic.twitter.com/JDocwJEF9A
— BCCI Women (@BCCIWomen) October 26, 2025
প্রতীকা প্রাথমিকভাবে চোট পাওয়ার পর উঠেই দাঁড়াতে পারছিলেন না। তার জন্য তড়িঘড়ি মাঠে স্ট্রেচারও নিয়ে আসা হয়। তবে মন্দের ভাল এই যে কোনওক্রমে হলেও সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে প্রতীকা নিজে পায়ে হেঁটেই ধীর গতিতে মাঠ ছাড়েন।
এই বিশ্বকাপে স্মৃতি মান্ধানা ও প্রতীকার ওপেনিং জুটি ম্যাচের পর ম্যাচে ভারতকে দুরন্তভাবে শুরুটা করতে সাহায্য করেছে। প্রতীকা ৩০৮ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। বৃহস্পতিবারই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে। তার আগে ইনফর্ম ব্যাটারের এই চোট কিন্তু টিম ম্যানেজমেন্ট তথা সমর্থক, সকলেরই চিন্তা বাড়াচ্ছে।
এদিন আর স্বাভাবিকভাবেই ব্যাট করতে নামতে পারেননি প্রতীকা। তাঁর অনুপস্থিতিতে স্মৃতি মান্ধানার সঙ্গে অমনজ্যোৎ কৌর ওপেনে নামেন। নির্ধারিত ১২৬ রানের লক্ষ্যেও তড়তড়িয়ে এগিয়ে যাচ্ছিল ভারত। দুইজনে ওপেনিংয়ে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন। স্মৃতিকে দুরন্ত ফর্মে দেখাচ্ছিল। তিনি শতাধিক স্ট্রাইক রেটে ৩৪ রানে ব্যাট করছিলেন। এই সময়ই বৃষ্টি নামায় ম্যাচ বন্ধ হয়ে যায়। আর খেলা শুরু হয়নি।




















