INDW vs SAW: বঙ্গতনয়ার ব্যাটে পাল্টা লড়াই, চাপে পড়েও রিচার সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫১ রান করল ভারত
Richa Ghosh: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৪ রানের ইনিংস খেলেন রিচা ঘোষ। কোনও ভারতীয় মহিলা কিপার-ব্যাটারের এটাই বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান।

বিশাখাপত্তনম: গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লোয়ার অর্ডারে তাঁর ইনিংসেই বদলে গিয়েছিল ম্যাচের গতি। বৃহস্পতিবার, ফের একবার দলের সবথেকে কঠিন সময়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। তিনি রিচা ঘোষ (Richa Ghosh)। বঙ্গতনয়ার ব্যাটে ভর করেই এক সময় ১০২ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (INDW vs SAW) ইনিংস শেষে ২৫১ রান তুলতে সক্ষম হল। চাপের মুখে ৭৭ বলে চোখধাঁধানো ৯৪ রানের একটি ইনিংস খেললেন রিচা। কোনও ভারতীয় মহিলা কিপার-ব্যাটারের এটাই বিশ্বকাপের (ICC Women's World Cup 2025) মঞ্চে সর্বাধিক রান।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচে না খেললেও দলে ফেরেন অমনজ্যোৎ কৌর। ভারতের হয়ে ব্যাট হাতে শুরুটা দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল, বেশ ভালই করেন। দুইজনে মিলে অষ্টমবার অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। পাওয়ার প্লেতেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ভারত। তবে তারপরেই স্মৃতি ২৩ রানে সাজঘরে ফেরেন। ততক্ষণে অবশ্য তাঁর ইতিহাস গড়া হয়ে গিয়েছে। এক ক্যালেন্ডার বছরে মহিলাদের ক্রিকেটে সর্বাধিক রান করার মালকিন এখন স্মৃতি। তিনি ১৯৯৭ সালে বেলিন্ড ক্লার্কের এক বছরে ৯৭০ রান করার রেকর্ড ভাঙলেন। স্বপ্নের ২০২৫-এ স্মৃতি ইতিমধ্যেই ৫০ ওভারের ক্রিকেটে ৯৮২ রান করে ফেলেছেন।
হরলীন এদিন রান পাননি বটে তবে ভারতীয় দল মোটামুটি ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু প্রতীকা ৩৭ রানে আউট হওয়ার পরেই ম্যাচের মোড় ঘুরে যায়। ১৯ রানের ব্যবধানে মোট পাঁচ উইকেট হারায় ভারত। হরমনপ্রীত (৯), জেমাইমা (০), দীপ্তিরা (৪) আসেন আর ফিরে যান। এমন পরিস্থিতিতে আট নম্বরে ব্যাট করতে নামেন রিচা। শুরু হয় পাল্টা লড়াই। প্রথমে অমনজ্যোৎকে সঙ্গে নিয়ে তিনি ৫১ রানের পার্টনারশিপ গড়েন। অমনজ্যোৎ বেশ খানিকটা সময় টিকে থাকার চেষ্টা করলেও, ৪৪ বলে ১৩ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়। কিন্তু রিচা থামেননি।
অমনজ্যোৎ আউট হওয়ার পর স্নেহ রানাকে সঙ্গে নিয়ে এক ঐতিহাসিক পার্টনারশিপ গড়েন রিচা। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৮৮ রান যোগ করেন। এটিই ভারতীয় মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ। স্নেহ রানার ইনিংস থামে ৩৩ রানে। রিচা অপরপ্রান্তে দক্ষিণ আফ্রিকার খারাপ ফিল্ডিংয়ের দৌলতে একাধিকবার জীবনদান পেয়ে ও একের পর এক বড় শট হাঁকিয়ে প্রথম শতরানের দিকে এগিয়ে যেতে থাকেন। কিন্তু শেষমেশ পারলেন না। শতরানের দোরগোড়ায় বাউন্ডারি লাইনে ৯৪ রানে আউট হন তিনি।
ভারতীয় দল অবশ্য ততক্ষণে ২৫০ রানের গণ্ডি পার করে ফেলেছে। শেষ পাঁচ ওয়ান ডেতে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতলেও, ২০১৭ ও ২০২২ বিশ্বকাপে বিগত দুই সাক্ষাৎকারেই ওমেন ইন ব্লুকে হারতে হয়েছিল। আজ হরমনপ্রীতরা সেই হারের বদলা নিয়ে চলতি বিশ্বকাপে তিনে তিন করতে পারে কি না, এখন সেটাই দেখার।




















