Match Fixing: আইপিএলের মাঝেই কড়া পদক্ষেপ বোর্ডের, গড়াপেটার দায়ে নির্বাসিত করা হল এই দলের মালিককে!
IPL 2025: অনেকের মনে ভেসে উঠছে আইপিএলে স্পট ফিক্সিংয়ের সেই ভয়াবহ স্মৃতি। যার জেরে নির্বাসিত হতে হয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK) ও রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)।

মুম্বই: আইপিএল (IPL 2025) চলছে রমরমিয়ে। তার মাঝে ফের গড়াপেটার কালো ছায়া ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team)!
শোরগোল পড়ে গিয়েছে। অনেকের মনে ভেসে উঠছে আইপিএলে স্পট ফিক্সিংয়ের সেই ভয়াবহ স্মৃতি। যার জেরে নির্বাসিত হতে হয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK) ও রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)।
এবারও গড়াপেটা রুখতে কড়া পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে আইপিএলে নয়, অন্য এক ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ ঘিরে তোলপাড়। মুম্বই টি-২০ লিগের একটি দলের মালিককে নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএলের মাঝে ম্যাচ গড়াপেটা কাণ্ড নিয়ে কড়া পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই ইতিমধ্যেই দুর্নীতি দমন নিয়ে একাধিক কঠোর পদক্ষেপ করেছে। এরই মধ্যে এবার মুম্বই টি-২০ লিগের একটি দলের মালিককে নির্বাসিত করা হল। গুরমিত সিংহ ভামরা নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে নির্বাসিত করেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বাডসম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র এই ঘটনার তদন্ত করেছেন। অভিযোগ ছিল, ২০১৯ সালে মুম্বই টি-২০ লিগে ধবল কুলকার্নি এবং ভাবিন ঠক্করকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন গুরমিত। এর জন্য কঠোর শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। তিনি আর কখনও ভারতীয় ক্রিকেটের কোনও কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে বোর্ড।
মুম্বই টি-২০ লিগ ছাড়াও কানাডার জি টি-২০ টুর্নামেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন গুরমিত। যদিও কানাডার এই লিগ এখন বিলুপ্ত। করোনার কারণে মুম্বই টি-২০ লিগ বন্ধ হয়ে যাওয়ার পর ২৬ মে ফের শুরু হতে চলেছে মুম্বই লিগ। তার আগেই সো-বো সুপারসনিক্স ফ্র্যাঞ্চাইজির অন্যতম অংশীদার গুরমিত সিংহকে বোর্ডের কড়া শাস্তির মুখে পড়তে হল।
গুরমিত সিংহ ভামরাকে কতদিনের জন্য নির্বাসিত করা হয়েছে, তা অবশ্য স্পষ্টভাবে জানানো হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। তবে মনে করা হচ্ছে, তাঁকে আজীবনের জন্যই নির্বাসিত করা হয়েছে। এদিকে, আইপিএল ফাইনালের পরের দিনই মুম্বই লিগ শুরু হচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের এই লিগ খেলতেই হবে বলে জানানো হয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা থেকে। সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মাদের আইপিএলের পরেই মাঠে নামতে হবে।



















