মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৮৯ রান তাড়া করতে নেমে একসময় বিরাট বিপাকে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাডেজা ও কেএল রাহুলের ১০৮ রানের পার্টনারশিপে ভারতকে ৬১ বল ও পাঁচটি উইকেট বাকি রেখেই ম্যাচ জিততে সাহায্য করে। এই ম্যাচেই তিন তিনটি রেকর্ড গড়লেন ভারতীয় তারকারা।


তিন রেকর্ড


ওয়াংখেড়েতে মাত্র ৩৫.৪ ওভারেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। ভারতের বিরুদ্ধে এর আগে আর কোনোদিন এত কম ওভারে অস্ট্রেলিয়াকে অল আউট হতে হয়নি। এটি তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তজার্তিক কেরিয়ারে বিরাট কোহলির (Vitrat Kohli) ২৯৫তম জয়ও বটে। এই জয়ের সুবাদেই মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডে ভাগ বসালেন কোহলি। ধোনিই এককভাবে এতদিন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ম্য়াচ জিতেছিলেন। তবে এবার কোহলিও সেই রেকর্ডের অংশীদার। এই সিরিজেই কিন্তু ধোনির রেকর্ড ভেঙে ফেলার সুযোগ রয়েছে কোহলির সামনে। তবে ভারতের হয়ে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড নিজের নামে করতে আরও একটু অপেক্ষাই করতে হবে বিরাটকে। এই রেকর্ড বর্তমানে সচিন তেন্ডুলকরের দখলে রয়েছে। 'মাস্টার ব্লাস্টার' নিজের দুই দশকে ভারতের হয়ে মোট ৩০৭টি ম্যাচ জিতেছেন।


টেস্ট সিরিজে একেবারেই ছন্দে দেখায়নি কেএল রাহুলকে (KL Rahul)। তবে বলের রং বদলাতেই রাহুলের ভাগ্যও বদলে গেল। প্রথম ওয়ান ডেতে তিনি অপরাজিত ৭৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। ঘটনাক্রমে এটি কেএল রাহুলের ওয়ান ডেতে ৫০তম ইনিংস ছিল। ৭৫ রান করেই ৫০ ইনিংস শেষে ভারতীয় হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন রাহুল। রাহুল ৫০টি ইনিংসে ওয়ান ডেতে মোট ১৯৪৫ রান করেছেন। তাঁর গড় ৪৬.৩। একমাত্র শিখর ধবনই ৫০ ইনিংস শেষে রাহুলের থেকে বেশি (২০৪৯) রান করেছিলেন। এদিন বিরাট কোহলির (১৯১৯) রেকর্ড ভাঙলেন তিনি।


ম্যাচের বিবরণ


লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৮৯। কিন্তু একটা সময় ১৬ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল ভারতীয় দল। সেখান থেকে অনেকেই আশা করেনি যে ম্যাচ এভাবে জিতে যাবে ভারতীয় দল। কিন্তু অন্যরকম ভেবেছিলেন কে এল রাহুল। টেস্ট সিরিজে ফ্লপ হয়েছিলেন। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। চারিদিকে সমালোচিত হচ্ছেন। কিন্তু এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ম্যাচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেললেন ডানহাতি এই কর্ণাটকী ব্যাটার। ৬১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। এই নিয়ে টানা ৮টি ওয়ান ডে ম্যাচে জয় পেল ভারত।


আরও পড়ুন: ম্যাচের আগের রাতে ঘুমোতে পারেননি, ২০০৩ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের স্মৃতিচারণায় সচিন