আমদাবাদঃ বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে টপকে গেল ভারত। অজিদের ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৭১ রানে অল আউট হল টিম ইন্ডিয়া (Team India)। ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ইনিংসের শেষে ৯১ রানে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৬ রান তুলেছে অজিরা। ৮৮ রানে এখনো এগিয়ে আছে ভারত। খেলার যা হাল, তাতে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।


২০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর দীর্ঘ এই মাস পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে দুরন্ত শতরান হাঁকান বিরাট। ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট। এই শতরান হাঁকিয়েই নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটাই বিরাটের সর্বকালের সর্বোচ্চ স্কোর। চতুর্থ দিনে বিরাটকে যোগ্য সঙ্গ দিলেন অক্ষর পটেল। তিনি ৭৯ রানের ইনিংস খেলেন। কে এস ভরত অল্পের জন্য নিজের কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান মিস করলেন। ৪৯ রান করে ফেরেন তিনি। 


শ্রেয়সের পিঠে ব্যথা


শ্রেয়স চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে শনিবার পিঠে ব্যথার কথা ম্যানেজমেন্টকে জানান। এরপরেই তাঁকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বোর্ডের তরফে রবিবার, ১২ মার্চ শ্রেয়সকে স্ক্যান করাতে নিয়ে যাওয়ার কথা জানানো হয়। ভারতের মেডিক্যাল দল শ্রেয়সের বর্তমান পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। শ্রেয়স সাধারণত ভারতের হয়ে পাঁচ নম্বর ব্যাট করতে নামেন। তবে সেই জায়গায় রবীন্দ্র জাডেজা ব্যাট করতে নামেন।


জাডেজা আউট হয়ে যাওয়ার পরে শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিনরা ব্যাট করতে নামলেও ব্যাটে নামেননি শ্রেয়স। প্রসঙ্গত, আর মাত্র ১৯ দিন পরেই আইপিএল শুরু হতে চলেছে। শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করবেন। আইপিএল মরসুম শুরু তাঁর চোট কতটা গুরুতর, সেই নিয়ে কিন্তু কেকেআরও বেশ খানিকটা চিন্তায় থাকবে।


৪০ মাস পর শতরান


২০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর দীর্ঘ এই মাস পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর এদিন আবার টেস্টে সেঞ্চুরি। মাঝে  ৪১টি টেস্ট ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরি করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। অবশেষে ৪২তম ইনিংসে এল সেই কাঙ্খিত শতরান।