আমদাবাদ: বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ফাইনালের মহারণ। ফাইনালের এই লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়ার সামনে খেতাব জয়ের পাশাপাশি রয়েছে একাধিক নজির গড়ার সুযোগও।
কী কী রেকর্ড হতে পারে আজকের ম্যাচে?
২০১১ সালে ঘরের মাটিতে ভারতীয় দল মহেন্দ্র সিংহ ধোনির তত্ত্বাবধানে বিশ্বকাপ জিতেছিল। এবার জিতলে প্রথম দল হিসাবে ঘরের মাঠে একাধিকবার বিশ্বখেতাব জয়ের হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সামনে।
মহম্মদ শামি সেমিফাইনাল ম্যাচে সাত উইকেট নিয়ে দ্রুততম বোলার হিসাবে ৫০টি বিশ্বকাপ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন। তাঁর দখলে ৫৪টি উইকেট রয়েছে। তিনি আর তিনটি উইকেট নিতে পারলেই সর্বকালীন উইকেটসংগ্রাহকদের তালিকায় চতুর্থ নম্বরে উঠে আসবেন। পিছনে ফেলবেন কিংবদন্তি ওয়াসিম আক্রম (৫৫) এবং লসিথ মালিঙ্গাকে (৫৬)।
শ্রেয়স আইয়ার চলতি বিশ্বকাপে ৫২৬ রান করেছেন। আর ২৪ রান করলেই, মাত্র চতুর্থ ভারতীয় (বিরাট কোহলি, রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর) হিসাবে এক বিশ্বকাপে ৫৫০ রান করার কৃতিত্ব নিজের নামে করবেন শ্রেয়স।
কেএল রাহুল আর ৩৪ রান করলেই মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে অষ্টম সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।
সর্বকালের সর্বাধিক বিশ্বকাপ খেতাব রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। এই বিশ্বকাপ খেতাবও যদি কামিন্সরা জেতেন তাহলে অজ়িদের সব মিলিয়ে ছয়টি বিশ্বকাপ হয়ে যাবে, যা যে কোনও দেশের থেকে অনেক বেশি।
অ্যাডাম জাম্পা এবং মহম্মদ শামির দখলে যথাক্রমে চলতি বিশ্বকাপে ২২ ও ২৩টি উইকেট রয়েছে। উভয়ের সামনেই মিচেল স্টার্কের এক বিশ্বকাপে সর্বাধিক ২৭টি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে ফেলার সুযোগ রয়েছে।
ডেভিড ওয়ার্নার আর একটি শতরান হাঁকালেই রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক সাতটি বিশ্বকাপ শতরান হাঁকানোর মালিক হয়ে যাবেন।
সুতরাং, দলগত রেকর্ডের পাশাপাশি দুই দলের তারকাদের সামনে যে এই ম্যাচে ব্য়ক্তিগত একাধিক রেকর্ড গড়ারও হাতছানি রয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: মেগা ফাইনালের আগে আমদাবাদ পৌঁছে গেলেন সচিন তেন্ডুলকর