Ind vs Aus T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল গম্ভীরের টিম ম্যানেজমেন্ট, দলে চমক
India vs Australia: অস্ট্রেলিয়ার মাটিতে বড় চমক দিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে বদলে ফেলল দলের খোলনলচে।

হোবার্ট: অস্ট্রেলিয়ার মাটিতে বড় চমক দিল ভারত। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে বদলে ফেলল দলের খোলনলচে। একঝাঁক পরিবর্তন করে একাদশ সাজাল টিম ইন্ডিয়া।
টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দীর্ঘদিন পরে টস জিতলেন তিনি। নিজেই এতটা খুশি হলেন যে, অজ়ি অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে হাই ফাইভ করতেও দেখা গেল তাঁকে। হোবার্টের গ্যালারি থেকে উঠল জয়োধ্বনি।
তবে দল ঘোষণা করতে গিয়ে চমকের পর চমক দিলেন সূর্যকুমার। একাদশে একসঙ্গে তিন-তিনটি বদল করে নামছে ভারত। যার মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে, একাদশ থেকে ছেঁটে ফেলা হল সঞ্জু স্যামসনকে!
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে চোখধাঁধানো রেকর্ড। তবে সঞ্জু স্যামসনের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে এশিয়া কাপের সময় ভারতের টি-২০ দলে শুভমন গিলকে ফেরানো হতেই। শুভমনকে জায়গা করে দিতে ওপেনিংয়ের জায়গা থেকে সরানো হয় সঞ্জুকে। তারপরই যেন ব্যাটে ছন্দের অভাব। সঞ্জু ব্যাট করছেন পাঁত বা ছয় নম্বরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন। কিন্তু রান পাননি।
রবিবার হোবার্টে ভারতের একাদশে উইকেটকিপার হিসাবে খেলানো হচ্ছে জিতেশ শর্মাকে। বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল যে, জিতেশ যেভাবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন, তাতে স্যামসনকে নিজের জায়গা ধরে রাখতে নতুন করে প্রমাণ করতে হবে। তবে হোবার্টে সেই সুযোগও পাচ্ছেন না তিনি।
যদিও শুধু সঞ্জুর জায়গা হারানোই নয়, আরও দুই বদল করল ভারত। আগের ম্যাচের দল থেকে বাদ দেওয়া হল কুলদীপ যাদব ও হর্ষিত রানাকে। খেলানো হচ্ছে অর্শদীপ সিংহ ও ওয়াশিংটন সুন্দরকে।
টস জিতে সূর্যকুমার বলেন, 'আমরা প্রথমে বোলিং করব। দ্বিতীয় ইনিংসে বল দারুণভাবে ব্যাটে আসবে। আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই।'
A look at #TeamIndia’s Playing XI ahead of the 3️⃣rd T20I 🙌
— BCCI (@BCCI) November 2, 2025
Updates ▶️ https://t.co/X5xeZ0LEfC#AUSvIND pic.twitter.com/acjQQyLcAA
ভারতের একাদশ: শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, ম্যাথু শর্ট, সন অ্যাবট, জ়েভিয়ার বার্টলেট, নাথান এলিস ও ম্যাথু কুনেমান।




















