পুণে: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাঁ-দিকের উরুতে চোট পেয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। সেই চোটের জেরে তাঁর ভারতের বিরুদ্ধে খেলা (IND vs BAN) নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আজ ম্যাচের আগেই শাকিবের খেলা বা না খেলা নির্ধারিত হবে বলে জানান বাংলাদেশের (Bangladesh Cricket Team) কোচ চণ্ডিকা হাতুরুসিঙ্গে (Chandika Hathurusinghe)।


তিনি শাকিবের ফিটনেস আপডেট দিতে গিয়ে বুধবার জানান, 'ও কাল নেটে ভালভাবেই ব্যাটিং করেছে এবং উইকেটে ভালভাবেই ছুটছিলও। আজ স্ক্যান করা হয়েছে এবং সেই স্ক্যানের ফলাফলের প্রতীক্ষায় রয়েছি আমরা। বর্তমানে ও বলটা করেনি বটে, তবে সুস্থই আছে। কাল সকালে ও মাঠে আসার পর ওর পরিস্থিতি দেখেই আমরা সিদ্ধান্ত নেব।'


বোলিং করতে না পারলেও, শাকিবকে কেবল ব্যাটার হিসাবে কি খেলতে দেখা যাবে? হাতুরুসিঙ্গে কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তবে গোটা বিষয়টিই মেডিক্যাল দলের ছাড়পত্রের উপর নির্ভর করছে বলে জানান বাংলাদেশি কোচ। তিনি বলেন, 'যে কোনও চোটের ক্ষেত্রেই আমরা সবসময় প্রথমে মেডিক্যাল দলের দিকেই তাকিয়ে থাকি। ওরা আমাদের নিজেদের মতামত জানান। খেলোয়াড়রা ঠিক কোথায় আছে, সেই সম্পর্কে অবগত করান। এরপর অধিনায়ক ও কোচ মিলে সিদ্ধান্ত নেন যে সেই খেলোয়াড়কে খেলানোটা কতটা ঝুঁকিপূর্ণ হবে। সে উভয় বিভাগেই অবদান দিতে পারবে না এক বিভাগে। এভাবেই বিষয়টা পরিচালিত হয়।'


এর আগে অবশ্য বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মামুদ জানিয়েছিলেন শাকিব ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন। তিনি জানান, 'শাকিব আগের থেকে অনেক সুস্থ বোধ করছে। ওর ব্যথাটাও কমেছে। তবে অনুশীলনে না নামলে তো পুরো বিষয়টা বুঝতে পারব না। আমরা আশাবাদী যে ও ভারতের বিরুদ্ধে খেলতে পারবে। সম্প্রতি সাঁতার কাটার পাশাপাশি জিমে কসরতও করেছে ও। মঙ্গলবার একটি স্ক্যান করা হবে, তারপরেই এই বিষয়ে ছবিটা আরও স্পষ্ট হবে।' অবশ্য দলের তারকা ক্রিকেটারকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়া হবে না, মেডিক্যাল দলের ছাড়পত্র পাওয়ার পরেই শাকিব খেলতে পারবেন বলে জানান মামুদ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'ও সবসময় আমাকে স্লেজ করে', ভারত-বাংলাদেশ ম্যাচের আগে কোহলি প্রসঙ্গে দাবি মুশফিকুরের