ওভাল: বৃষ্টি না হলে হয়তো রবিবারই ফয়সালা হয়ে যেত । যদিও ওভাল টেস্টের পরিণতির জন্য সোমবারের অপেক্ষা । আজই ম্যাচের শেষ দিন । সিরিজে ইংল্যান্ড২-১ এগিয়ে । ভারত কি ওভালে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ২-২ করতে পারবে? নাকি ইংল্যান্ড ব্যবধান বাড়াবে? থ্রিলারের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 'দ্য ওভাল'-এ খেলা টেস্টের চতুর্থ দিন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে । বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের আগে বন্ধ করতে হয় । দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৩৩৯ রান । পঞ্চম দিনে ইংল্যান্ডের জয়ের জন্য ৩৫ রান দরকার, যেখানে চোটের কারণে ক্রিস ওকস ব্যাটিং করতে না এলে ভারতের আর ৩ উইকেট দরকার হবে ।

চতুর্থ দিনের খেলা ইংল্যান্ড ১ উইকেটে ৫০ রান থেকে শুরু করেছিল । প্রথম সেশনে ইংল্যান্ড বেন ডাকেট এবং অলি পোপের উইকেট দ্রুত হারায় । এরপর জো রুট এবং হ্যারি ব্রুক চতুর্থ উইকেটের জন্য ১৯৫ রানের পার্টনারশিপ গড়ে দলের অবস্থান মজবুত করেন । 

হ্যারি ব্রুক ১৯ রানে সিরাজের হাতে ক্যাচ দিয়েও জীবনদান পেয়েছিলেন । তিনি সেটার সুবিধা নিয়ে নিজের দশম টেস্ট সেঞ্চুরি করেন । ব্রুক ৯৮ বলে ১১১ রানের ইনিংস খেলেন । দলের স্কোর যখন ৩০১ ছিল, তখন তিনি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন । বেথেল ৫ রান করে আউট হন । জো রুট ১৫২ বলে ১০৫ রান করে আউট হন । এটি টেস্টে তাঁর ৩৯তম সেঞ্চুরি ছিল ।

ক্রিজে জেমি স্মিথ ২ এবং জেমি ওভারটন শূন্য রানে অপরাজিত আছেন । ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ ৩টি, সিরাজ ২টি এবং আকাশ দীপ একটি উইকেট নিয়েছেন ।

 

এর আগে, টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস ৩৯৬ রানে শেষ হয় । যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরির পর রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর হাফসেঞ্চুরি করে দলের স্কোর ৩৯৬ রানে পৌঁছে দেন ।

ইংল্যান্ড ভারতের প্রথম ইনিংসের ২২৪ রানের জবাবে ২৪৭ রান করে এবং ২৩ রানের লিড নেয় । ইংল্যান্ডকে এই ম্যাচ জিততে ৩৭৪ রানের লক্ষ্য দেওয়া হয়েছে ।