IND vs NZ, 2nd T20 Live: দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত
IND vs NZ, 2nd T20, Ekana Sports City Stadium: শেষ ওভারে অর্শদীপ সিংহের অতিরিক্ত রান খরচ করাটাও চিন্তায় রাখবে দ্রাবিড় অ্যান্ড কোংকে। এছাড়া তেমন কোনও বদল হয়ত আর করা হবে না ২ দলেই।
২ বল বাকি থাকতে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতালেন সূর্যকুমার যাদব।
৪৫ বল পর এল বাউন্ডারি। ৬ বলে ৬ রান দরকার ভারতের ম্যাচ জিততে।
ভারতের চতুর্থ উইকেটের পতন। রান আউট হয়ে ফিরলেন ওয়াশিংটন সুন্দর।
১৪ ওভারে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৭১
মাত্র ১৩ রান করে ঈশ সোধির বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন রাহুল ত্রিপাঠি।
১০ ওভার শেষে ভারতের স্কোর ৪৯/২
রান তাড়া করে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে এখনও পর্যন্ত ১ উইকেট হারিয়ে ২২ রান তুলেছে ভারত
৯৯ রানে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস।
৮ উইকেট হারিয়ে ৯৮ রান বোর্ডে তুলল নিউজিল্য়ান্ড।
কিউয়িদের পঞ্চম উইকেটের পতন। রান আউট হলেন চাপম্যান।
কুলদীপের বলে বোল্ড মিচেল।
হুডার বলে আউট গ্লেন ফিলিপস।
নিউজিল্য়ান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ফিরলেন কনওয়ে।
নিউজিল্য়ান্ডের প্রথম উইকেটের পতন। ফিন অ্যালেনকে ফেরালেন চাহাল।
প্রথম ওভারে ৬ রান বোর্ডে তুলে নিল নিউজিল্যান্ড।
প্রেক্ষাপট
লখনউ: ওয়ান ডে সিরিজে দুরন্ত জয়। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের (T20 Sereis) শুরুটা একদমই ভাল হয়নি। রাঁচিতে ২১ রানে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়। প্রথম ম্যাচে ২ ওপেনারই ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্য়াচে আজ পৃথ্বী শ-কে (Prithwi Shaw) খেলানো হতে পারে। রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরে এসেছেন পৃথ্বী। গত ম্যাচে টপ অর্ডারও ব্যর্থ হয়েছে। কুড়ির ফর্ম্যাটে কোথাও একটা সূর্যকুমার যাদবের ওপর অতিরিক্ত ভরসা করছে দল, যার খেসারত দিতে হয়েছে গত ম্যাচেই। বোলিং লাইন আপেও হয়ত বদল হতে পারে। শেষ ওভারে অর্শদীপ সিংহের অতিরিক্ত রান খরচ করাটাও চিন্তায় রাখবে দ্রাবিড় অ্যান্ড কোংকে। এছাড়া তেমন কোনও বদল হয়ত আর করা হবে না ২ দলেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -