IND vs NZ 2nd T20 LIVE: ১২৬ রানেই শেষ কিউয়িদের ইনিংস, দুরন্ত জয় ভারতের
IND vs NZ 2nd T20 LIVE Updates: টি-টােয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ছিটকে যাওয়ার পর থেকে এখনও মাঠে নামেনি ভারতীয় দল।
৬৫ রানে কিউয়িদের হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
আউট কেন। অর্ধশতরানের পরই ফিরলেন সাজঘরে। ভারত জয়ের আরও কাছে।
একাই লড়ছেন কেন উইলিয়ামসন। ছক্কা হাঁকিয়ে পূরণ করলেন নিজের অর্ধশতরানও।
পরপর উইকেট হারাচ্ছে নিউজিল্য়ান্ড। জয়ের আরও কাছে ভারত।
নিউজিল্যান্ডের আরও এক উইকেটের পতন। ফিরে গেলেন জিমি নিশাম।
কিউয়িদের আরও একটা উইকেটের পতন। চাহালের বলে আউট ফিলিপস।
২৫ রানে ডেভন কনওয়েকে সাজঘরে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৩/২।
অষ্টম ওভারে এক উইকেট হারিয়ে অর্ধশতরানের গণ্ডি পার করল নিউজিল্যান্ড। ৮ ওভার শেষে কিউয়িদের স্কোর ৫৬/১।
৫ ওভার শেষে মাত্র ২৫ রান তুলেছে নিউজিল্যান্ড। হাতে রয়েছে তাদের ৯ উইকেট।
শুরুতেই ধাক্কা কিউয়ি শিবিরে। ভুবনেশ্বর কুমারের বলে প্রথম ওভারেই আউট ফিন অ্য়ালেন।
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল।
হল না দুশো পার। শেষ ওভারে পরপর ৩ উইকেট তুলে হ্যাটট্রিক সাউদির।
ঝোড়ো শতরান সূর্যকুমার যাদবের। দুশোর কাছে পৌঁছে গেল ভারতের ইনিংস।
অর্ধশতরান হাঁকালেন সূর্যকুমার যাদব।
ভারতের ৩ উইকেটেপ পতন। ১৩ ওভারে ১১৩ রান বোর্ডে তুলল তারা।
ব্যাটিং অর্ডারে চমক। শুভমল গিল নয়, ঈশান কিষাণের সঙ্গে ওপেনে নামলেন ঋষভ পন্থ।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেন উইলিয়ামসন।
আজও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।
প্রেক্ষাপট
বে ওভাল: ভারতীয় ক্রিকেট প্রেমীদের (Indian Cricket Fan) জন্য একটু খারাপ খবর হতে পারে। নিউজিল্যান্ডের (New Zeland) বিরুদ্ধে টি-টোয়েন্টি (2nd T20) সিরিজের প্রথম ম্য়াচ একটিও বল খেলা সম্ভব হয়নি বৃষ্টির জন্য। আজ দ্বিতীয় ম্যাচে বে ওভালেই আকাশের মুখ ভার। এখানেও বৃষ্টি তাল কাটতে পারে ম্যাচে। এমনকী ভেস্তেও যাতে পারে পুরো ম্যাচ। সেখানের আকাশে ঘন কালো মেঘের জমাট রয়েছে। এমনকী আবহাওয়ার পূর্বাভাস বলছে বিকেলের দিকে ভারী বৃষ্টিও হতে পারে। এমনকী তা বেশ কিছুক্ষণ স্থায়ী হতে পারে।
তবে পুরো ম্যাচ ভেস্তে না গেলেও ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টায় ম্যাচ শুরু নাও হতে পারে। সেক্ষেত্রে হয়ত খেলা শুরু হতে দেরি হবে। আর ওভার সংখ্যাও কমিয়ে আনা হতে পারে। উল্লেখ্য, ওয়েলিংটনে টস ও করা সম্ভব হয়নি বৃষ্টির জন্য।
এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২ দলের সাক্ষাৎ হয়েছে ২০ বার। ভারতও ৯ ম্যাচ জিতেছে ও নিউজিল্যান্ডও ৯ ম্যাচ জিতেছে। ২ টো ম্যাচ ড্র হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -