নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভিন্ন ধরনের সেলিব্রেশনের জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরেজ শামসি (Tabraiz Shamsi)। গত মাসে এবেখায় দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের (IND vs SA) টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবকে আউট করেও দুরন্তভাবে সেই উইকেট উদযাপন করেন শামসি। সূর্যকুমারের উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং প্রোটিয়া দল পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয়। তবে সেই সেলিব্রেশনের জেরে বেশ সমস্যার মুখে পড়তে হয় শামসিকে।


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবকে আউট করে নিজের জুতো খুলে নিয়ে তার মাধ্যমে কথা বলার ভঙ্গিমায় সেলিব্রেশন করেন শামসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শামসি জানান ভারতীয় সমর্থকদের একাংশ তাঁর এই সেলিব্রেশনকে একেবারেই ভালভাবে নেয়নি এবং তার জেরে তাঁকে কুকথাও শুনতে হয়। 


শামসি বলেন, 'লোকজন আমার ওই সেলিব্রেশনকে ভালভাবে গ্রহণ করেননি। অনেকেই সেটিকে অপমানজনক বলে মনে করেন। এর জেরে আমাকে প্রচুর কটূক্তি হজম করতে হয়। এর আগে এমনটা কখনও হয়নি। এমনকী আমার স্ত্রীকেও অনেক কিছু শুনতে হয়। আমার এই বিষয়টা একদমই পছন্দ হয়নি। এটা করার কোনও মানে হয় না। খেলোয়াড়দের কিছু বলার হলে সেটা ঠিক আছে। কিন্তু তাদের পরিবারকে টেনে আনাটা বিষয়টা একেবারেই উচিত নয়।'


তিনি আরও যোগ করেন, 'আমার মতে এই বিষয়ে খেলোয়াড়রা কিছু না বললে লোকজন ভাবে তাদের যা ইচ্ছা তাই বলার অধিকার রয়েছে। তাই সকলের এগিয়ে এসে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। আমরা তো সকলেই নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করি সবসময়। কিন্তু প্রতিটা ম্যাচ জেতা তো কারুর পক্ষেই সম্ভব নয়। মতপার্থক্যও থাকতে পারে। তবে দিনের শেষে সকলের থেকে মানুষের মতো ব্যবহারের আশাটুকু তো করা যায়। পশুর মতো আচরণ একেবারেই কাম্য নয়।'


 






শামসি কিন্তু উক্ত ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন। তিনি যে গোটা ঘটনায় ভীষণ ক্ষুব্ধ, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: প্রথম সেশনেই হ্যামস্ট্রিংয়ে পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, কেমন আছে প্রোটিয়া অধিনায়ক বাভুমা?