ত্রিনিদাদ: আজ, মঙ্গলবার, ১ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে (IND vs WI 3rd ODI) ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। গত ম্যাচে ভারতীয় দল (Team India) নিজেদের একাদশ থেকে দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ রেখেই মাঠে নেমেছিল। তারকাদের অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিং মুখ থুবড়ে পড়ার পর এই সিদ্ধান্তের জন্য বেশ সমালোচনারও সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে। তবে তৃতীয় ওয়ান ডেতেও পরীক্ষা নিরীক্ষার ধারা যে অব্যাহত থাকারই আভাস মিলল।


তৃতীয় ওয়ান ডের আগে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সোজাসাপ্টা জানিয়ে দিলেন এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এই সিরিজেই ভারতের কাছে নিজেদের দলে পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে। বিসিসিআইয়ের তরফে পোস্ট করা একটি ভিডিওতে জাডেজা বলেন, 'এশিয়া কাপ, বিশ্বকাপের আগে এটাই তো শেষ সিরিজ যেখানে আমরা দলে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, ভিন্ন ভিন্ন পরিকল্পনা খাটিয়ে দেখতে পারি। বিশ্বকাপ, এশিয়া কাপে তো এসব আর করা যাবে না। ব্যাটিং অর্ডার বদল করার মতো জিনিসপত্র আমরা করেছি। তবে এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাই এই বিষয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই।'


গত ম্যাচে হারের পর অনেকেই পরীক্ষা নিরীক্ষা করাকে কাঠগড়ায় তুললেও, এর জন্যই যে দলকে হারতে হয়েছে, তা মানতে নারাজ জাডেজা। 'পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিন্তু আমরা ম্যাচ হারিনি। প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসের সময় পিচটাও কিন্তু বদলে গিয়েছিল। তবে একটা হার কিন্তু আমাদের মনে সন্দেহ তৈরি করার জন্য যথেষ্ট নয়। ব্যক্তিগতভাবে আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই, কারণ প্রতিটি ম্যাচই কিছু না কিছু শেখায়। তবে দল যদি আমার জায়গায় কাউকে খেলিয়ে দেখতে চায়, তাহলে আমি নিজের জায়গা ছেড়ে দিতে রাজি। দিনের শেষে এটা তো দলগত খেলা। আর যারাই সুযোগ পান না কেন, তারা তো নিজেদের সবটা উজাড় করে দিচ্ছে। ভারত হারলেই যত প্রশ্ন উঠে।' বলেন তিনি।


পাশাপাশি তিনি তরুণ ওয়েস্ট ইন্ডিয়ান দলকেও প্রশংসায় ভরান এবং জাডেজার বিশ্বাস শাই হোপের দল টিম ইন্ডিয়াকে দেখেও বেশ কিছু জিনিস শিখবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কেরিয়ারের শেষটা রূপকথার মতো করলেন ব্রড, ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্টজয়ী ইংল্যান্ড