আমদাবাদ: ইংল্যান্ড সিরিজ়ে চোট লেগে ঋষভ পন্থের পায়ের হাড়ে চিড় ধরে। সেই চোট থেকে এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক। তারকা কিপার-ব্য়াটারকে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে (INDvs WI) তাই ভারতীয় দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে এই দুই ম্যাচের সিরিজ়ের জন্য ভারতের নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে জাডেজা নাকি স্বয়ং এই বিষয়ে অবগতই ছিলেন না।

Continues below advertisement

জাডেজা জানান তাঁকে সহ-অধিনায়ক করা হলেও, নির্বাচকরা নাকি তাঁকে এই বিষয়ে কিছু আগে থেকে জানাইনি। দল ঘোষণার পরে তাঁর নামের পাশে সহ-অধিনায়ক লেখা থাকা দেখে জাডেজা নিজেও বেশ খানিকটা চমকেই যান। এ বিষয়ে তিনি বলেন, 'ওরা আমায় এ বিষয়ে কিছু বলেইনি। দল যখন ঘোষণা করা হয়, তখনই আমি নিজের নামের পাশে সহ-অধিনায়ক লেখা দেখতে পারি। দিনের শেষে আমার যা অভিজ্ঞতা, সেইটুকু সকলের সঙ্গে ভাগ করে নেব। দলের স্বার্থে এমনটা তো করতেই হয়।'

তিনি আরও যোগ করেন, 'কোচ, অধিনায়ক ও ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তটা নিয়েছে। ওরা আমায় এই সম্মানটা দিয়েছেন। দলের যখনই পরিকল্পনা তৈরি বা অন্য কোনও বিষয়ে আমার অভিজ্ঞতার প্রয়োজন হবে, সবসময় আমি নিজের সাহায্য করার জন্য তৈরি।' 

Continues below advertisement

 

রবীন্দ্র জাডেজা অতীতে চেন্নাই সুপার কিংসের হয় আইপিএলে অধিনায়কত্ব করেন। তবে সেই অধিনায়কত্বের স্টিন্টটা প্রবল হতাশাজনকভাবে সমাপ্ত হয়েছিল। অধিনায়কত্ব ছাড়েন জাডেজা। সেই ঘটনার পরে এই প্রথম সরকারিভাবে ৩৬ বছর বয়সি ক্রিকেটার কোনও নেতৃত্বভার পেলেন। ঘটনাক্রমে এটি দেশের মাটিতে রবীন্দ্র জাডেজার ৫০তম টেস্ট। 

 

এই টেস্টে দলের সহ-অধিনায়ক কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালই পারফর্ম করেছেন। বল হাতে কোনও উইকেট নিতে না পারলেও, জাডেজা আমদাবাদে কেরিয়ারের ২৮তম অর্ধশতরানটি হাঁকিয়ে ফেলেন। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিনি অপরাজিত রয়েছেন এবং ধ্রুব জুরেলের সঙ্গে ইতিমধ্যেই শতাধিক রানের পার্টনারশিপ যোগ করে ফেলেছেন। তাঁদের ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে কার্যত শাসন দেখাচ্ছে টিম ইন্ডিয়া।