ঢাকা: ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১৪ রানেই থামল বাংলাদেশের ইনিংস (INDW vs BANW)। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। জবাবে ব্যাট করতে নেমে কোনও বাংলাদেশ ব্যাটারই রানের গতি বাড়াতে পারেনি। ফলে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে মাত্র ১১৪ রান তুলল বাংলাদেশ। 


বাংলাদেশ শুরুটা কিন্তু মন্দ করেনি। দুই বাংলাদেশ ওপেনার সাথী রানি ও শামিমা সুলতানা ওপেনিংয়ে ২৭ রান যোগ করেন। এই ম্যাচেই ভারতের হয়ে অভিষেক ঘটান মিন্নু মানি এবং অনুষা বারেড্ডি। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এই দুই তরুণীর হাতে ভারতীয় ক্যাপ তুলে দেন। এদের মধ্যে শামিমাই ভারতকে ম্যাচের প্রথম সাফল্য এনে দেন।


তিনি শামিমাকে ১৭ রানে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। এরপর দ্বিতীয় উইকেটে রানি ও শোভানি মোস্তারি ২৫ রান যোগ করেন। রানিকে ২৬ রানে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কা দেন। তবে ২৫ রান যোগ করলেও, দুই ব্যাটারের কেউই দ্রুত গতিতে রান করতে পারেননি। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) চার নম্বরে ব্যাট করতে নেমে দুই রানের বেশি যোগ করতে পারেননি।


মোস্তারি দীর্ঘক্ষণ লড়াই চালালেও ২৩ রানেই তাঁর লড়াই শেষ হয়। শেফালি ভার্মার বলে স্টাম্প আউট হন তিনি। ১৬তম ওভারে বাংলাদেশের স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ৭৮ রান। শেষমেশ শর্না আখতার ২৮ বলে ২৮ রানের ইনিংস খেলেন। কোনওরকমে নির্ধারিত ২০ ওভারে শতরানের গণ্ডি পার করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে কোনওরকমে ১১৪ রান তোলে বাংলাদেশ। ভারতের হয়ে শেফালি, পূজা ও মিন্নু মানি একটি করে উইকেট নেন। বাংলাদেশ বাকি দুই উইকেট রান আউটের মাধ্যমে হারায়।


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !