IND W vs SA W: বিপর্যস্ত উত্তরবঙ্গ, সাময়িক স্বস্তি দিলেন ঘরের মেয়ে, সব রেকর্ড চুরমার করলেন রিচা ঘোষ
Richa Ghosh: মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে এদিন এক হাজার রানও পূর্ণ করেন রিচা। ১০১০ বলে। বলের হিসাবে মহিলাদের ক্রিকেটে তৃতীয় দ্রুততম হাজার রান।

বিশাখাপত্তনম: ঋদ্ধিমান সাহার পর রিচা ঘোষ (Richa Ghosh)। শিলিগুড়ি থেকে ফের এক উইকেটকিপার-ব্যাটার গোটা বিশ্বে সাড়া ফেলেছেন নিজের পারফরম্যান্স দিয়ে।
ঋদ্ধিমান সাহা উইকেটের পিছনে এমন সব ক্যাচ নিতেন যে, সেই সময় ভারতীয় দলের অধিনায়ক, কিংবদন্তি বিরাট কোহলি বলে দিয়েছিলেন, ঋদ্ধিই বিশ্বের সেরা উইকেটকিপার। তাঁর অবিশ্বাস্য ক্ষিপ্রতা আর মাধ্যাকর্ষণ শক্তিকে কার্যত অগ্রাহ্য করে একের পর এক ক্যাচ দেখে গোটা বিশ্ব তাঁকে 'সুপারম্যান ঋদ্ধিমান', 'ফ্লাইং সাহা' - এমন সব নামে কুর্নিশ করেছিল।
রিচার উইকেটকিপিং দক্ষতা এখনও ঋদ্ধির স্তরে পৌঁছয়নি। তবে ব্যাট হাতে তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া, প্রত্যেক ম্যাচে তা বুঝিয়ে যাচ্ছেন রিচা। আট নম্বরে নেমে বৃহস্পতিবার হয়ে উঠলেন ভারতের রক্ষাকর্তা। তাঁর বিধ্বংসী ইনিংস ভারতের পায়ের তলার মাটি শুধু যে মজবুত করল তাই নয়, রিচা নিজেও গড়ে ফেললেন বিশ্বরেকর্ড।
বৃহস্পতিবার বিশাখাপত্তনমে তিনি যখন ক্রিজে যান, ২৬ ওভারের শেষে ভারতের স্কোর ১০২/৬। মহিলাদের বিশ্বকাপের ম্যাচে জাঁকিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা। তবে আট নম্বরে ব্যাট করতে নেমে সব হিসেব নিকেশ বদলে দিলেন বাংলার রিচা ঘোষ।
৭৭ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন। ১১টি চার ও চার ছক্কায় সাজানো রিচার ইনিংস। স্ট্রাইক রেট? ১২২.০৭। প্রথম ৬ বলে কোনও রান করেননি। সপ্তম বলে ক্লো ট্রায়নকে বাউন্ডারি মেরে আগ্রাসী ব্যাটিং শুরু।
৫৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। পঞ্চাশ স্পর্শ করতেই নেন রুদ্রমূর্তি। মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসাবে আট নম্বর বা তারও নীচে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করেন রিচা।
মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে এদিন এক হাজার রানও পূর্ণ করেন রিচা। ১০১০ বলে। বলের হিসাবে মহিলাদের ক্রিকেটে তৃতীয় দ্রুততম হাজার রান।
𝗖𝗹𝘂𝘁𝗰𝗵 𝗥𝗶𝗰𝗵𝗮 𝗚𝗵𝗼𝘀𝗵 - 𝗪𝗵𝗮𝘁 𝗔 𝗞𝗻𝗼𝗰𝗸! 🙌 🙌
— BCCI Women (@BCCIWomen) October 9, 2025
9⃣4⃣ Runs
7⃣7⃣ Balls
1⃣1⃣ Fours
4⃣ Sixes
Drop your reaction in the comments below 🔽 on that stunning innings! 🔥
Updates ▶️ https://t.co/G5LkyPuC6v#TeamIndia | #WomenInBlue | #CWC25 | #INDvSA pic.twitter.com/xLdVOEX8In
মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন রিচা। আট নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে এর আগে সর্বোচ্চ স্কোর ছিল ক্লো ট্রায়নের। কলম্বোয় এ বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করেছিলেন ৭৪ রান।
সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন শিলিগুড়ির ক্রিকেটার। ষষ্ঠ উইকেটের পতনের পর এদিন আরও ১৪৯ রান তোলে ভারত। মহিলাদের বিশ্বকাপে যা রেকর্ড।




















